তুলসী কর্মকার-এর কবিতা

চাহিদা

আগের মতো লঙ্কা খেতে পারি না
তবু লঙ্কা দেখলে মন শিরশির করে
কানমুথো গরম হয়
গায়ে কাঁটা লাগে
আলাদা মেজাজ অনুভব করি

সংসারে লঙ্কা খুব দরকার
ঠাকুরঝি বলে হাতের নাগালে না থাকলে অসুবিধা
স্বপ্ন হয়
ধানি
দেশি
বিলিতি
কাঁচা পাকা শক্ত তাজা
লাল কমলা কালো সবুজ
লঙ্কা দেখতে দেখতে লালা ঝরে যায়…….

সন্ধান

ভয় যত বাড়ে পৃথিবী তত ছোট হয়। অপমানের তোয়াক্কা না করে একদিন বাবুদের বাগানে ঢুকে পড়ি। কিল চড় খাবার পরেও সুযোগ বুঝে বারবার একই চেষ্টা করি। কোন কোন দিন আম জাম পেয়ারা নিজের মনে হয়। বিরক্ত হয়ে বাবু একদিন ভালোবাসার পথ ধরেন। পাশে বসিয়ে গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, যা প্রয়োজন চেয়ে নিও। বিরোধ নেই। এখন আমি আম পাড়ি, জাম পাড়ি, একটা ভাগ আমার। বাবু খুশি। একদিন বাবুর বউ মগ ডালে ডাঁসা পেয়ারা পাড়তে বলেন। পেড়ে দিই। দীঘিতে মাছ ধরতে অনুরোধ করেন। ধরে দিই। বিশ্বাস পাকা হয়েছে। এখন আমি বাগান দেখাশোনা করি, দীঘি সামলায়। আমার পৃথিবী অনেক বড় হয়ে গেছে।

Facebook Comments

Leave a Reply