বর্ষপঞ্জীতে ফ্রেডরিখ এঙ্গেলসের জীবন : সুচরিতা চট্টোপাধ্যায়

fail




বর্ষপঞ্জীতে
ফ্রেডরিখ এঙ্গেলসের
জীবন (২৮ নভেম্বর, ১৮২০ আগস্ট, ১৮৯৫)

পর্ব

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

শৈশব জীবন

 

 

 

শিশুকাল

১৮২০

২৮ নভেম্বর

প্রাশিয়ার রাইন প্রদেশের ভূপ্পের নদী উপত্যকার বারমেন শহরে জন্ম

পিতাঃ ফ্রেডরিখ
এঙ্গেলস সিনিয়র
(১৭৯৬১৮৬০), (মোট ৯টি
সন্তান
)

মাতাঃ এলিজাবেথএলিস
ফ্রানযিস্কা
ফন হার
(১৭৯৭১৮৭৩)

প্রটেস্টান্ট ধর্মমতে বিশ্বাসী কাপড়ের কল মালিক এমন ব্যবসায়ী পরিবারের প্রথম সন্তান

১৮৩০

জুলাই

বিপ্লবের পরিসরে শুধু জার্মানির
সমাজ
নয়, সমগ্র ইউরোপ কেঁপে যায়

বেপরোয়া অপরাধ প্রবণতা

১৮৩১

 

ফ্রান্স, বেলজিয়াম,
ইতালি,
পোল্যান্ড,
স্পেনে প্রলেতারিয়েতের স্বনির্ভর শ্রেণী সংগ্রাম দেখা যায় ফ্রান্সের লিয়োঁর তাঁতিদের বিদ্রোহ

শ্রেণীগত শাসন যন্ত্রের বিরোধিতা করে সমাজের নিপীড়িত অংশ

১৮৩২

 

ব্রিটেনে বুর্জোয়া সম্প্রদায়ের বিশ্বাসঘাতকতা বুঝে শুরু হয় নতুন শ্রমিক আন্দোলন

চার্টিস্ট আন্দোলন

১৮৩৩

 

ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় দাসপ্রথা বিলোপ/অবসান আইন লড়াইআন্দোলনের সমাজরাজনৈতিক পরিসর

১৮০৭র দাস বাণিজ্য আইন রদ হয় ব্রিটিশ সাম্রাজ্যে

১৮৩৪

 

এল্বারফেল্ড
হাইস্কুলের ছাত্র
জীবন শুরু

গ্রামার স্কুল

পর্ব

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

কিশোর বয়সের রাজনীতি

 

 

রাজনৈতিক চেতনার
সঞ্চারণ কাল

১৮৩৭

সেপ্টেম্বর

পিতার পীড়াপীড়িতে
শিক্ষালাভ অসম্পূর্ণ
রেখেই এল্বারফেল্ড
হাইস্কুলের ছাত্র
জীবন শেষ

পিতৃতন্ত্র দাবি করে যে ব্যবসা হবে জীবনের মূল নীতি

১৮৩৮

 

 

পিতার অফিসে কাজে
যুক্ত হওয়া
, সংবাদ
পত্র পড়ার অভ্যাস
গড়ে ওঠে
হেগেলের
দ্বন্দ্ব
তত্ত্ব পাঠ করেন

 

তখন এঙ্গেলসের

ছদ্মনাম হল

ফ্রেডরিখ অসোয়াল্ড

সেপ্টেম্বর

ব্রেমিসচেস কনভারসেশনসব্লাট পত্রিকার ৪০ নং সংখ্যায়
দ্যা বেদুইন
শীর্ষক কবিতা প্রকাশ। অন্য সংবাদপত্রেও শিল্পায়নের খারাপ দিক প্রসঙ্গে নিবন্ধ লেখেন।

১৮৩৯

 

ভূপ্পেরটালের পত্র
নামে এক প্রবন্ধ প্রকাশ করেন,
যা বারমেন এল্বারফেল্ডের কারখানা শ্রমিক,
কারিগর কুটির শিল্পীদের দুঃসহ অবস্থার বর্ণনা এঙ্গেলসের ধারণায় মানব শ্রম হবে তাদের জীবন সহজ করে তোলার উপায় এটা কখনই অন্যের পরজীবী জীবনকে সুখের করতে ব্যয় করা হবে না

মেহনতী মানুষ হলেন,
যাদের কিছুই নেই,
কিন্তু তারা হলেন আপন রাষ্ট্রে, রাজার যা কিছু আছে তার মধ্যে সেরা সম্পদ

পর্ব

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

সামরিক জীবন ইয়ং হেগেলিয়ান ভাবনা

 

ভাববাদের দ্বান্দ্বিক
সূত্র থেকে বস্তুবাদী
দ্বান্দ্বিক
সুত্রে উত্তরণ
কাল

 

 

 

 

 

 

মার্কসের সঙ্গে বন্ধুত্ব

১৮৪০

 

 

খ্যাতনামা কবি ফার্দিনান্ড ফ্রাইলিখরাটের পদাঙ্ক অনুসরণে কবি হতে ইচ্ছা জাগে মনে বন্ধুদের থেকে দূরে সরে যান

ভূপ্পেরটালীয় ধর্মবিশ্বাস ত্যাগ করে তিনি তখন ইয়ং হেগেলিয়ান

২০ নভেম্বর

বন্ধু ভিলহেল্ম গ্রেবেরকে,
আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমালোচনা তোকে করতে হবে না,
তুই বরং গেঁয়ো গির্জায় শান্তিতে থাক

তাত্ত্বিক সাংবাদিক হওয়ার ইচ্ছা

১৮৪১

সেপ্টেম্বরে

প্রাশিয়ার
সামরিক
বাহিনীতে
স্বেচ্ছাসেবক
হিসেবে
যুক্ত হয়ে তিনি
ব্রেমেন
ছেড়ে
বার্লিন
শহরে আসেন ও
স্পিনোজাপন্থী ইহুদিরাষ্ট্রবাদী দার্শনিক মোজেস হেসের অনুগামী হন

ডিসিপ্লিন লাইফ বা সময়ের প্রেক্ষিতে জীবনকে দেখা তাঁর সেখান থেকেই শুরু প্রসঙ্গত,

মার্কস ছিলেন এঙ্গেলসের চেয়ে বছর
আড়াইয়ের বড়

 

বার্লিনে
ইয়ং হেগেলপন্থী
আমূল
পরিবর্তনকামীদের
বিপ্লবী
সংগঠন “দ্যা
ফ্রি”-র সঙ্গে
অতোপ্রোতভাবে
যুক্ত হন যখন মার্কস
বার্লিন ছেড়ে
বন চলে গিয়েছেন
, কিন্তু
ব্রুনো বাউয়ার
সেখানে আছেন

১৮৪২

 

শীতের শেষে রেইনখে
জেইতুঁ
পত্রিকায়
তিনি বেনামে
একটি
প্রতিবেদন লেখেন

 

 

দার্শনিক শেলিং বিজ্ঞানের সঙ্গে ধর্মের যে মেলবন্ধন ঘটান,
ভাববাদী মতাবস্থানে তিনি তার সমালোচনা করেন বলেন এই সব হল প্রুশীয় রাজার স্বার্থ সিদ্ধির উপায়

অক্টোবর

সামরিক চাকরির
মেয়াদ শেষে তিনি
বারমেনে ফেরেন

১৫ অক্টোবর

রেইনখে জেইতুঁ
বারাইনিশ
গেজেট
পত্রিকার
সম্পাদক হন মার্কস

নভেম্বর

 

বসন্তে প্রকাশিত
হয় স্বাক্ষরহীন
পুস্তিকা
শেলিং
এবং নতুন কথা
’,
পরে আরও একটি
ধর্মবিশ্বাসী
দার্শনিক শেলিং

অথবাসাংসারিক
প্রাজ্ঞতার ঐশ্বরিক
প্রাজ্ঞতায় রূপান্তরণ

নভেম্বর

বাড়ির লোকের চাপে
নভেম্বরে ইংল্যান্ডে
যাওয়া এবং ম্যাঞ্চেস্টারের
এরমেন
এন্ড এঙ্গেলস

কাপড়ের কলে
যুক্ত হন

 

নভেম্বরের
শেষাশেষি
পত্রিকার দপ্তরে
মার্কসের
সঙ্গে তাঁর
পরিচয় ঘটে

১৮৪৩

জানুয়ারি

 

বন থেকে কলোনে সরে আসা রেইনখে
জেইতুঁ
পত্রিকা
দপ্তরে এসে সম্পাদক
মার্কসের সঙ্গে
নিয়মিত আলোচনা
করেন
পরিকল্পনা
করে কাজ করা শুরু
হয়

পূর্ব পরিকল্পনা আলোচনাকে গুরুত্বপূর্ণ করে তোলে

 

 

ম্যাক্স স্টির্ণের
জার্মান ভাষায়
লেখা দ্যা ইগো
এন্ড ইটস ওন
পড়ে
ব্যবহারিক কর্মকে
বৈপ্লবিক পরিবর্তনসাধক
হাতিয়ার হিসেবে
ব্যাখ্যা করার
পথ হয়

স্টির্ণের ও ফয়েরবাখের
আলোচনা

 

মার্চ

 

মার্চেই
অবশ্য রেইনখে
জেইতুঁ
  বারাইনিশ
গেজেট
পত্রিকা
নিষিদ্ধ
ঘোষণার ফলে
পুরোপুরি
বন্ধ হয়ে যায়

(ঘোষিত দিন ছিল
১ এপ্রিল
)

১৮৪৩র শরৎকালে (অক্টোবর)
মার্কস, জেনি ফন ভেস্টফালেনকে
বিয়ে করে প্যারিসে
আসেন
ডাচফরাসী ইতিবৃত্ত (জার্মানফরাসী বর্ষপঞ্জী)
নামে একটি পত্রিকা
প্রকাশ করেন

অক্টোবরনভেম্বর

অক্টোবরনভেম্বর
মাসে আউটলাইন্স
অব অ্যা ক্রিটিক
অব পলিটিক্যাল
ইকোনমি
লিখে ফেলা

 

এঙ্গেলস
স্বীকার
করেন
হেগেলীয়
বামপন্থীদের
কাছে
কমিউনিজমের
ধারণার
পরিচয়
ঘটিয়েছিলেন
মোজেস
হেস। মার্কসের
সঙ্গে আলোচনায়
তিনি হেস
এর
ধারণাগত দুর্বলতা
বুঝতে সক্ষম হন

পর্ব

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

সমাজতন্ত্রের ধারণা গঠন এবং এই ১৮৪৪৪৫ সাল
হল বস্তুবাদী
সমাজতান্ত্রিক
ব্যবস্থা নির্মাণের
ঐতিহাসিক সন্ধিক্ষণ

 

প্রলেতারিয়েত জাগরণ কাল

১৮৪৪

ফেব্রুয়ারি

 

আউটলাইন্স অব
অ্যা ক্রিটিক
অব পলিটিক্যাল
ইকোনমি
প্রকাশিত
হয় মার্কস ও আর্নল্ড
রুগের সম্পাদনায়
প্যারিস থেকে
প্রকাশিত
জার্মানফরাসী বর্ষপঞ্জী
পত্রিকায়

 

ব্যবহারিক কর্মকে
বৈপ্লবিক পরিবর্তনসাধক
হাতিয়ার হিসেবে
ব্যাখ্যা

 

 

জুন

কার্ল মার্কস সম্পাদিত ফ্রান্সজার্মানি ইতিবৃত্ত সম্পর্কিত পত্রিকা
ফ্রাঙ্কো
জার্মান
অ্যানাল্স
এ সমাজ
কাঠামোর আমূল
পরিবর্তনের ধারণা
প্রকাশ
করেন।

জুনে পোল্যান্ডজার্মানির সাইলেসিয়ার তাঁতিরা বিদ্রোহ করে যা প্রথম শ্রেণীসংঘর্ষ

সমাজ
কাঠামোর
আমূল
পরিবর্তন
করা যায়

আগস্ট সেপ্টেম্বর

আগস্টের শেষ সেপ্টেম্বর
শুরুতে ম্যাঞ্চেস্টার
থেকে প্যারিসে
আসা
, মার্কসের সঙ্গে
দেখা করা
, ১০
দিন একসঙ্গে থাকা
এবং প্রুধোঁ সহ
সকল ভাববাদী
ধারণার
বিকল্প
হিসেবে
বস্তুবাদী দর্শন
নির্মাণের
কাজ
পরিকল্পিত
যৌথদায়িত্ব হয়

ফ্রান্সের
লিঁয় শহরে
রেশম
শ্রমিকদের
বিদ্রোহ ঘটে

নভেম্বরডিসেম্বরে

নভেম্বরডিসেম্বরে
শেষ হয় শেষ হয় দুটি
রচনাঃ ১
) দ্যা
হোলি ফ্যামিলি
(মার্কসের
সঙ্গে
); ) দ্যা কন্ডিশন
অব দ্যা ওয়ারকিং
ক্লাস ইন ইংল্যান্ড

নারী প্রসঙ্গে
রিজার্ভ আর্মি
ওয়ার্কার্স ধারণা
দেন এঙ্গেলস

১৮৪৫

 

প্রকাশিত হয়ঃ ) দ্যা হোলি
ফ্যামিলি
(মার্কসের সঙ্গে);
) দ্যা কন্ডিশন
অব দ্যা ওয়ারকিং
ক্লাস ইন ইংল্যান্ড

) দার্শনিক
বাউয়ের ধারণার
সমালোচনা
; ) শ্রমিক
শ্রেণীর রাজনৈতিক
সংগ্রামের লক্ষ্য
হিসেবে সমাজতন্ত্র
ও রিজার্ভ আর্মি
ওয়ার্কারস
এর ধারণা

 

জানুয়ারিতে প্রাশিয়ান
সরকারের দাবিতে
বিপজ্জনক
বিপ্লবী
চিহ্নিত
করে প্যারিস থেকে
মার্কসকে বহিষ্কার
করা হলে মার্কস
বেলজিয়াম
সফর করেন

 

বসন্তে এঙ্গেলস বারমেন ছেড়ে ব্রাসেলসে যান মার্কসের সঙ্গে মিলিত হন

১৮৪৬

৩০ মার্চ

তাঁরা বেলজিয়ামের
ব্রাসেল্স

কমিউনিস্ট
করস্পনডেন্স
কমিটি
প্রতিষ্ঠা করেন।

এঙ্গেলসঃ ) বুর্জোয়ার নয়,
প্রলেতারিয়েতদের স্বার্থ রক্ষা;
) ব্যক্তিগত নয়,
সামাজিক মালিকানা সৃষ্টি;
) সহিংস গণতান্ত্রিক বিপ্লব

এপ্রিলমে

মাসে তাঁদের যৌথ
প্রচেষ্টায় সম্পূর্ণ
হওয়া এ ক্রিটিক
অব দ্যা জার্মান
আইডিওলজি
গ্রন্থটি
রচনা শেষ হয় এবং
অপ্রকাশিত থাকে

আগস্ট

ব্রাসেলস কমিটি
এঙ্গেলসকে প্যারিসে
পাঠায়
ন্যায় সঙ্ঘগুলির ঐক্য গড়তে তিনি দেখেন সেখানে
কার্ল গ্রুণ
, প্রুধোঁ,
ভেইটলিঙের
সমর্থকরা বিচ্ছিন্ন

১৮৪৭

জুন

 

বসন্তের লন্ডনে
বিপ্লবী সমাজতন্ত্র
প্রতিষ্ঠার লক্ষ্যে
ন্যায়
সঙ্ঘ
র বদলে
কমিউনিস্ট
লীগ
গঠিত হয়
এবং জুন চলে সঙ্ঘের কংগ্রেস

সর্বহারার সমাজতন্ত্র
প্রসঙ্গে প্রুধোঁর
দারিদ্রের দর্শন
সম্পর্কিত মতকে
নস্যাৎ করে জুলাইয়ে
মার্কসের গ্রন্থ
, দর্শনের
দারিদ্র
প্রকাশিত
হয়

সঙ্ঘর শ্লোগানঃ
সমস্ত মানুষ
ভাই ভাই
বদলে
যায়
,

লীগের শ্লোগানঃ দুনিয়ার মজুর এক হও

 

 

লিগের সদস্যদের কাছে সাম্যবাদের মূলনীতি হিসেবে শ্রমজীবী
মানুষের
স্বশাসনের
কথা বলে এঙ্গেলস লেখেন দ্যা ড্রাফট
অফ অ্যা
কমিউনিস্ট
কনফেশন অফ
ফেথ

অক্টোবর

 

মাসের মাঝামাঝি
ফ্রেড প্যারিসে
আসেন এবং লীগের
জেলা পরিষদ সভাপতি
নির্বাচিত হয়ে
কমিউনিস্ট প্রস্তুতিমুলক
কর্মসূচী ও খসড়া
রচনায় আগ্রহ
  

নভেম্বর

 

ডিসেম্বর

এঙ্গেলস
ইংল্যান্ডে
আসেন এবং ‘সাম্যবাদের
নীতি’ বা প্রিন্সিপিলস
অব কমিউনিজম
শিরোনামে
সাম্যবাদের
দলিল ধারণার
খসড়া রচনা
করেন।

মাসের মাঝামাঝি মার্কসের প্রত্যাবর্তনের কিছু পরে এঙ্গেলস ব্রাসেলসে আসেন

পর্ব

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

ব্যরিকেড সংগ্রাম
থেকে শিক্ষা

কমিউনিস্ট সেনা
বাহিনী

গঠন পরিকল্পিত
সশস্ত্র গণবিদ্রোহে
অংশ নিয়ে পরাজয়
, সুইজারল্যান্ড
হয়ে লন্ডনে চলে
আসা এবং কিছু দিনের
মধ্যেই লন্ডন
ছেড়ে পাকাপাকিভাবে
ম্যানচেস্টারে
চলে যাওয়া

 

 

শ্রেণী বৈষম্য ধ্বংসের চেষ্টা হলেও

১৮৪৮১৮৫০ হল

জার্মান বিপ্লবের পরাজয় কাল

 

১৮৪৮

জানুয়ারি

সিসিলিতে জ্বলে
ওঠে বিদ্রোহের
আগুন

কমিউনিস্ট
ইস্তাহার
নামটা এঙ্গেলসের
প্রস্তাবনা

সাম্যবাদের
দলিলে এঙ্গেলসঃ
সমাজতান্ত্রিক
বিপ্লব কোন একটি
দেশে বিজয় লাভ
করতে পারবে না
, তা হবে
একসঙ্গে সমস্ত
অগ্রণী দেশে

ফেব্রুয়ারী

 

ব্যাঙ্ক মালিকদের
রাজা লুই
ফিলিপের
সেনাদলকে প্যারিসের
শ্রমিকরা ব্যরিকেড
সংগ্রামে বিধ্বস্ত
করে দেয়

২১ ফেব্রুয়ারী

জার্মান ভাষায়
লন্ডনে কমিউনিস্ট
পার্টির
ইস্তাহার
প্রকাশিত
হয় এবং তাঁরা জার্মানিতে
ফেরেন

১৩ মার্চ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে বৈপ্লবিক বিস্ফোরণ

১৮ মার্চ

প্রাশিয়ার রাজধানী বার্লিনে বৈপ্লবিক বিস্ফোরণ

১ জুন

 

 

কলোন থেকে নেউ
রেইনখে জেইতুঁ
নামে প্রকাশ করতে
শুরু করেন

(বিপ্লবী নাটকের
তিনটি অঙ্ক প্রসঙ্গে
লেখা হয়
প্যারিসের
জুন দিবস হল প্রথম
,
১৮৪৮র ৩১ অক্টোবর
ভিয়েনায় হল দ্বিতীয়
,
এবং অচিরেই
বার্লিনে হবে
তৃতীয় অঙ্ক
‘)

ফ্রান্স, অস্ত্রিয়া,
জার্মানইউরোপ জুড়ে বিপ্লবের
কর্মকাণ্ড

২৯ নভেম্বর

 

 লন্ডনে কমিউনিস্ট লীগের দ্বিতীয় কংগ্রেস উদ্বোধিত হয় সেখানে যথাক্রমে প্যারিস ব্রাসেলসের প্রতিনিধি হয়ে আসেন এঙ্গেলস মার্কস

কমিউনিস্ট কর্তব্য
সম্পাদনের জন্য
অপরিহার্য শর্ত
হচ্ছে প্রলেতারিয়েত
পার্টির অস্তিত্ব

ডিসেম্বর

লসেন শ্রমিক সঙ্ঘের প্রতিনিধি হয়ে সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিত শ্রমিক কংগ্রেসে হাজির থাকেন

১৮৪৯

জানুয়ারি

এঙ্গেলস জার্মানিতে
প্রত্যাবর্তন
করেন

পেটিবুর্জোয়াদের
সঙ্গে গণতন্ত্রীদের
অখন্ড ফ্রন্ট

১০
মে

এঙ্গেলসের পরিকল্পনায়
রাইন প্রদেশের
মার্ক
বের্গ শিল্পাঞ্চলে
সশস্ত্র অভ্যুত্থান
হয়

১৯ মে

 

নেউ রেইনখে জেইতুঁ-এর
শেষ সংখ্যা
প্রকাশিত
হয়। এখানে প্রথম
শ্রমিক
কৃষক যৌথ সংগ্রামে
বুর্জোয়া সম্প্রদায়ের
বিশ্বাসঘাতকতাকে
চিহ্নিত করা হয়

লাল হরফের
“লাল-সংখ্যা” নামে
বিখ্যাত।

১৩ জুন

ওফেনবাখ (জার্মানি)- পৌঁছান এঙ্গেলস অভ্যুত্থানে নিজে হাজির থাকেন

কমিউনিস্ট সেনা
বাহিনী

১১ জুলাই

কমিউনিস্ট সেনা, ভিলিখের
সশস্ত্র বাহিনীর
সঙ্গে সুইজারল্যান্ড
চলে যাওয়া

পরে লন্ডন, ম্যানচেস্টার

১৮৫০

মার্চ

 

 

বৈজ্ঞানিক কমিউনিজমের
দার্শনিক ভিত্তি
প্রতিষ্ঠার লক্ষ্যে
যেটা দরকার তা
হল রাজনৈতিক ভাবধারা
, রণনীতি
ও রণকৌশল ঠিক করাঃ
প্র্যাক্সিসের
দর্শন

(হেনরিখ বাউয়ার,
কনরাড শ্রাম,
ভিলহেল্ম লিবক্লেখ্ট
প্রমুখ
)

বৈপ্লবিক শ্রেণীর
প্রায়োগিক উপলব্ধি

 

নভেম্বর

প্রলেতারিয়েতের মুখ্য নীতিঃ এই রাষ্ট্র ব্যবস্থায় অন্যান্য জাতির ওপর নির্যাতন অব্যাহত রেখে কোন জাতিই স্বাধীন হতে পারে না
(এঙ্গেলস আসেন ম্যানচেস্টারে)

আন্তর্জাতিক গণতান্ত্রিক সভা,
পোলিশ অভ্যুত্থান বার্ষিকী

 

এঙ্গেলসঃফ্রান্সের চিঠি’,
জার্মানির কৃষকযুদ্ধ
(রুশ ভাষা শিখতে শুরু করেন)

মার্কসঃফ্রান্সে শ্রেণীসংগ্রাম’,
লুই বোনাপার্টের আঠারোই ব্রুমেয়ার

শ্রমিক শ্রেণীর চাহিদাই তাদের স্বার্থের জোট গড়ে

পর্ব

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

কমিউনিস্ট লীগ ভাঙন

 

উপদলীয় করমকান্ডের বিরুদ্ধাচরণ

 

তত্ত্বের প্রয়োগ কাল

 

 

১৮৫১

 

 

মেজুন

যদিও বলা হয় যে নিউইয়র্ক ট্রিবিউনে প্রকাশিত ১৮৪৮৪৯এর সশস্ত্র অভ্যুত্থানের রচনা মার্কসের,
তবে এই
জার্মানিতে বিপ্লব প্রতিবিপ্লব
এঙ্গেলসের লেখা

জার্মানির কলোনে কেন্দ্রীয় কমিটির এবং লীগের মুখ্য কর্মীসদস্যরা গ্রেপ্তার হন

রচনাকাল (১৮৫১৫২)

(রুশ ভাষা সাহিত্য অধ্যয়ন)

চার্টিস্ট সংগঠন প্রতিষ্ঠা

১৮৫২

মেজুন

 

মার্কস এঙ্গেলস যৌথভাবে লন্ডনের প্রবাসী পেটিবুর্জোয়া অংশের কাজের সমালোচনায় প্রচার পত্রঃ
প্রবাসী সম্প্রদায়ের শ্রেষ্ঠ পুরুষবৃন্দ
রচনা করেন

ভিলিখরুগেশাপারের উপদলটির সঙ্গে থাকা পেটিবুর্জোয়া প্রবাসীদের আক্রমণ তাঁদের সামাল দিতে হয়

নভেম্বরের মাঝামাঝি মার্কসের প্রস্তাবে কমিউনিস্ট লীগ ভেঙে দেওয়া হয়

অক্টোবরনভেম্বর

কলোনে কমিউনিস্ট লীগের ১১ জন বন্দীর মধ্যে জনের কারাদন্ড হয়,
এবং সেই বিচারে প্রাশিয়ার সরকারের চক্রান্ত প্রসঙ্গে
মার্কস লেখেনঃ
কলোনে কমিউনিস্টদের বিচারের স্বরূপ মোচন
(পুস্তিকা);
এঙ্গেলস নিউ ইয়র্ক ট্রিবিউনে লেখেনঃ
কলোনে কমিউনিস্টদের বিচার
(প্রবন্ধ)

 

এঙ্গেলসের এই দুঃসময়ে পাশে ছিলেন মেরি বার্নস তাঁর বোন লিজি বার্নস

১৮৫৩

 

মার্কস সরাসরি ইংরাজিতে লিখতে শুরু করেন

ক্রিমিয়ার যুদ্ধ প্রসঙ্গে প্রবন্ধ লেখেন

পূর্বে ইংরাজিতে মার্কসের লেখার প্রায় সবকটি এঙ্গেলসের লেখা

পর্ব

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

রাজনৈতিকঅর্থনীতির
পাশাপাশি
, সমাজবিজ্ঞান
এবং সামরিক বিজ্ঞান
চর্চাকাল

১৮৫৪

 

প্রাচীন জার্মান ভাষাগুলো শেখার প্রতি মনোযোগী হন

ক্রিমিয়ার যুদ্ধ শুরু হলে
(অক্টবর,
১৮৫৩ থেকে
ফেব্রুয়ারি
, ১৮৫৬)
ফরাসী ভাষা শিখতে শুরু করেন

ভাষা শিক্ষার মধ্যে দিয়ে তিনি জাতির ইতিহাস,
উৎপত্তি,
সাহিত্য,
সংস্কৃতি,
খুঁটিনাটি অধ্যয়ন

১৮৫৫

 

মার্কিন পত্রিকায় ইউরোপীয় রাষ্ট্রগুলোর সেনা বাহিনীর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে এঙ্গেলস প্রবন্ধ প্রকাশ করেন

সামরিক জ্ঞান,
প্রযুক্তি সংগঠনকে হাতিয়ার করা

১৮৫৬

 

চার্টিস্ট আন্দোলনের বামপন্থী অংশের নেতা অ্যার্ণেস্ট জোন্সএর সঙ্গে সম্পর্ক যদিও সেই মোহ ভাঙ্গে কারণ ব্রিটিশ প্রলেতারিয়েত ক্রমে বুর্জোয়া ্যাডিক্যালপন্থী হয়ে ওঠে

ব্রিটিশ শ্রমিক আন্দোলনে সুবিধাবাদের কারণ বিশ্লেষণ

পর্ব

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

উপনিবেশবাদী
আগ্রাসনের বিরুদ্ধে
রচনাকাল

১৮৫৭

১৬ নভেম্বর
থেকে ২৫ মে

নিউইয়র্ক
ডেইলি ট্রিবিউন
পত্রিকায়
ভারত ও চীন প্রসঙ্গে
বহু প্রবন্ধ লেখেন
পারস্য এবং চীন
তেমনই এক প্রবন্ধ
যেখানে বিদেশীদের
বিরুদ্ধে চীনা
জনগণের প্রতিরোধের
কথা বলা হয়
পত্রিকার
৫১৮৮
, ৫২৫৩, ৫৩১২
এবং ৫৩৩৩ নং সংখ্যায়
প্রকাশিত তাঁর
রচনাগুলো ভারতের
ব্রিটিশ শাসন
এবং তার পাশবিকতার
বিরুদ্ধে ঘটা
অভ্যুত্থানের
সমর্থনে কলম

ব্যাপক শিল্প সংকট শ্রমিক আন্দোলনের নতুন জোয়ার ডেকে আনে

চীনের মানুষ
সক্রিয় ও উগ্র
অংশগ্রহণে অভ্যুত্থান
চায়

ভারতে দিল্লী
ও লক্ষৌ অভ্যুত্থান
ঘটে

পুঁজিতন্ত্রের বিকাশ, সর্বহারার দুঃখে অভিন্নতার জন্ম দেয়

১৮৫৮

 

তৃতীয় নেপোলিয়ন
(লুই বোনাপার্ট)
উত্তর ইতালির জন্য অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ করেন যা প্রাশিয়ার অবস্থান সম্পর্কে এবং জার্মানির মিলনের উপায় সম্পর্কে নানা প্রশ্ন তোলার প্রেক্ষিত রচনা করে  

ছলনা করে বোনাপার্ট শ্লোগানঃ
অস্ট্রীয় নির্যাতন থেকে ইতালির জাতীয় মুক্তি

পর্ব

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

প্রকৃতিবিজ্ঞানের
সূত্র অনুধ্যান
এবং লাসালপন্থীদের
বোনাপার্টীয়
অভিরুচিসম্পন্ন
প্রুশীয় অশিষ্ট
গণতন্ত্রী হিসেবে
চিহ্নিতকরণ

কাল

১৮৫৯

 

নিউইয়র্ক
ডেইলি ট্রিবিউন
এবং লন্ডনের জার্মান
সংবাদপত্র দাস
ভল্ক
বা
জনগণ’-এ অস্ট্রিয়ার
বিরুদ্ধে ফ্রান্স
এবং পিয়েমোঁর
যুদ্ধ বিষয়ে কুড়ির
বেশী প্রবন্ধ
লেখেন

এই দশকে তিনি রসায়ন,
পদার্থবিদ্যা,
শারীরবিজ্ঞান,
জীববিজ্ঞান ইত্যাদি বিষয়ে গভীর অধ্যয়ন শুরু করেন

 

মার্কসের
কন্ট্রিবিউশন
টু দ্য
ক্রিটিক অফ
পলিটিক্যাল
ইকনমি
-র
প্রকাশ এবং মুখবন্ধতে
স্বীকারোক্তিঃ
এঙ্গেলস
আমার থেকে
ভিন্ন পথে
একই
সিদ্ধান্তে
এসেছিলেন যে
বিপ্লবের
অধিকার
একমাত্র
ঐতিহাসিক
অধিকার
যা ধনতন্ত্র
স্বয়ং সেই
শর্ত গড়ে
তোলে (অপ্রকাশিত গ্রুন্ডিজেও সেই প্রতিফলন লক্ষ্য করা যায়)

 

অস্ট্রীয়ইতালীয়ফরাসী যুদ্ধ প্রসঙ্গে এঙ্গেলসপো এবং রাইনপুস্তিকা প্রকাশ

উপনিবেশবাদ বিরোধী অবস্থান স্পষ্ট করেন

১৮৬০

২০ মার্চ

বসন্তে
এঙ্গেলসের
বাবা মারা
যান

এরমেন এন্ড এঙ্গেলস
কোম্পানির
অনেকটা অংশের
মালিকানা এঙ্গেলসের
হাতে আসে

 

মরক্কোয় স্পেনীয়দের যুদ্ধ দক্ষিণ ইতালিতে গ্যারিবল্ডির বৈপ্লবিক অভিযান প্রসঙ্গে প্রবন্ধ লেখেন

 

স্যাভয়, নীস রাইননামে এঙ্গেলস বেনামে একটি পুস্তিকা লেখেন

ফেরডিনান্ড লাসালের সঙ্গে বিরোধ

১৮৬১

 

মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের বিষয়ে প্রবন্ধ লিখতে মার্কসকে সাহায্য করেন

ভিয়েনার ডাই প্রেসে সংবাদপত্রে

 

পো এন্ড রাইনপুস্তিকার বিরোধিতা করে লাসালইতালীয় যুদ্ধ এবং প্রাশিয়ার কর্তব্যবলে একটি প্রচারপত্র প্রকাশ করেন যেখানে জার্মানির মিলনের ব্যাপারে প্রতিক্রিয়াশীল প্রাশিয়াকে সমর্থনের পাশাপাশি বোনাপার্টেরমুক্তি মিশনকে সমর্থন করেন

তখনও লাসাল নিজেকে মার্কসের অনুগামী এবং জার্মানির শ্রমিক পার্টির তাত্ত্বিক সংগঠক বলছেন

পর্ব১০

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

আমেরিকায় গৃহযুদ্ধের
দরুন নিউ ইয়র্ক
ট্রিবিউনের
সঙ্গে
মার্কসের বিচ্ছেদ

 

জার্মান সোস্যালডেমোক্র্যাসিতে
সুবিধাবাদী পন্থা
এবং বুর্জোয়া
গণতন্ত্রের সঙ্গে বিচ্ছেদ
কাল

১৮৬২

 

জার্মানির জাতীয় মিলনে বিপ্লবী প্রলেতারিয়েতের অংশগ্রহণের কথা মার্কসএঙ্গেলস বলতেন যার নেতৃত্বে থাকবে শ্রমিকরা ছাড়াও ব্যাপক কৃষক জনতা

লাসাল এই অপ্রলেতারীয় স্তরগুলোকে
এক প্রতিক্রিয়াশীল দল
বলতেন

সর্বজনীন নির্বাচনের অধিকার চাইতেন লাসাল

১৮৬৩

জানুয়ারি

মেরি বার্নস হৃদরোগে মারা যান
(এঙ্গেলসের অনুগতা স্ত্রী পরিচয়)

ব্যাক্তিগত দুঃখের সঙ্গী হন লিজি

২২ জানুয়ারি

পোল্যান্ডে সাম্রাজ্যবাদী জারতন্ত্রী রাশিয়ার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটে

জাতীয় মুক্তিআন্দোলনকে আশ্রয় করে শ্রমিকের রাজনৈতিক জাগরণ সংগঠিত রূপ নেয়

 

২৩ মে

প্রলেতারিয়েতের আন্তর্জাতিক সংহতি সাধনের চেষ্টা প্রবল হয় এবং লিব্জিগে
সাধারণ জার্মান শ্রমিক সমিতি
গড়ে ওঠে

১৮৬৪

১৬ জানুয়ারি

 

ডেনমার্কের বিরুদ্ধে
অস্ট্রিয়া আর
প্রাশিয়ার যৌথ
আক্রমণকে বিসমার্ক
সমর্থন দেন এবং
লাসালের সঙ্গে
গোপন জোট করেন

লিবক্লেখট সালাসের
ভাবনা ফাঁস করে
দেন

২৮ সেপ্টেম্বর

লন্ডনে শ্রমিক
শ্রেণীর মানুষকে
এক করে মার্কস
আন্তর্জাতিক
শ্রমিক সঙ্ঘ

গঠন করেন
(টেকে ১৮৬৪ থেকে ১৮৭৬ সাল, সদস্য সংখ্যা ৫০৮০ লক্ষ)

স্ক্যান্ডিনেভীয় ভাষা শেখেন
এঙ্গেলস

 

ইয়েরমেনের
সঙ্গে
প্রতিকূল বাণিজ্যিক
চুক্তি শেষ
হয়
, ফলে
ম্যানচেস্টারে
থাকা সওদাগরি
হৌসটির
মালিকানা
পুরোপুরিভাবে
এঙ্গেলসের হাতে
আসে

তাঁর আর্থিক চাপ কমে

পর্ব১১

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

জমিদারজোতদার এবং
উদারনৈতিক বুর্জোয়াদের
বিরুদ্ধে প্রলেতারীয়
পার্টি গঠন

 

 

শ্রমিক পার্টির

নির্বাচনে অংশগ্রহণ

 

 

সামরিক বিশেষজ্ঞ ভাষাতাত্ত্বিক
হতে বাস্তুতান্ত্রিক
অর্থনীতির রচনা
কাল

১৮৬৫

১৯ জানুয়ারি

 

পিঁয়েরেজোসেফ প্রুধোঁ মারা যান সমকালের রাজনীতির ব্যাখ্যায় তাঁরা ব্যবহার করেন শভাইটসারেরসোশ্যালডেমক্র্যাটনামের সংবাদপত্রটিকে

ব্যক্তি অন্ধ অর্চনায় সহায়তা দেয় এমন সব কিছু বর্জন করা

মার্চ

মার্কস এঙ্গেলসের প্রধান কাজ হয়ে দাড়ায়ঃ

) বুর্জোয়া গণতন্ত্র থেকে শ্রমিক শ্রেণীর পৃথকীকরণ;
) স্বনির্ভর শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা;
) বিভিন্ন সোশ্যালিস্ট আধাসোশ্যালিস্ট দলের প্রভাব থেকে শ্রমিকদের মুক্ত করা ) ব্যাপক শ্রমিক জনতাকে ধারাবাহিকভাবে প্রলেতারীয় আন্তর্জাতিকতাবাদের আদর্শে শিক্ষিত করা;
) পার্টি গঠনের জন্য ব্যাপক শ্রমিককৃষক জোট গঠন করা

প্রুধোঁ লাসালপন্থীদের ব্যাপক সমালোচনা করেন

তবুও কোথাও আন্তর্জাতিকের দরজা ব্রিটিশ ট্রেডইউনিয়নিস্ট,
ফরাসী প্রুধোঁপন্থী জার্মান লাসাল পন্থীদের জন্য খুলে রাখা হয়

১৮৬৬

 

অস্ট্রোপ্রুশীয় যুদ্ধ প্রসঙ্গে এঙ্গেলস প্রবন্ধ লেখেন, পোল্যান্ডের
প্রশ্ন সামনে
আসে এবং মার্কস
ও এঙ্গেলস প্রুধোঁপন্থীদের
বিরুদ্ধে সংগ্রামরত
হন

ক্রমে তিনি হয়ে ওঠেন বিপ্লবী প্রলেতারিয়েতের প্রথম সামরিক বিশেষজ্ঞ তাত্ত্বিক

 

 

ডাচফ্রিজ এবং স্কটিশ ভাষাগুলো নিয়ে পড়াশোনা শুরু করেন এবং ক্রমশ ভাষাতাত্ত্বিক হয়ে ওঠেন

 

জার্মানির রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিক পার্টি প্রত্যক্ষ নির্বাচনের অধিকার, মুদ্রণ সভাসমিতির স্বাধীনতার সবকিছু
ব্যবহার করবে
খোদ বুর্জোয়া
সম্প্রদায়ের
বিরুদ্ধে সংগ্রাম
চালানোর জন্য

বুর্জোয়াদের সঙ্গে রাজতন্ত্রের এবং প্রগতিবাদী মুখোশধারী গণতন্ত্রীদের গোপন আঁতাত ধরা পড়ে 

১৮৬৭

জানুয়ারি

 

ট্রেডইউনিয়ান আর ধর্মঘট হয়ে ওঠে লাসালপন্থী জার্মান শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে এক সমাজতান্ত্রিক পার্টি গঠনের অনুকূল শর্ত

শ্রমিক পার্টি নির্বাচনে যায়

আগস্টের নির্বাচনে

ইতিহাসে প্রথম

সংসদে

প্রলেতারিয়েতের

প্রতিনিধি

ফেব্রুয়ারি

 

উত্তর জার্মান রাইখস্টাগের নির্বাচিত সংসদ হন শ্রমিকটার্নার আগস্ট বেবেল এবং বুর্জোয়া গণতন্ত্রী রেইনহোল্ড স্খ্রাপস 

আগস্ট

 

উত্তর জার্মান রাইখস্টাগের নির্বাচিত সংসদ হন সমাজতান্ত্রিক গণতন্ত্রী আগস্ট বেবেল এবং ভিলহেল্ম লিবক্লেখট 

 

 

ক্লাসিয়াস, পোডোলিন্সস্কির
তাত্ত্বিক প্রমাণ
নস্যাৎ করে বাস্তুতান্ত্রিক
অর্থনীতির ভিত্তি
প্রতিষ্ঠা করেন
উৎপাদন সকল সময় প্রকৃতির সঙ্গে বিপাকীয় বিনিময়

যান্ত্রিক বস্তুবাদী ব্যাখ্যার বাইরে না দাঁড়ালে প্রকৃতির দ্বান্দ্বিকতা বোঝা সম্ভব নয়

১৪ সেপেম্বর

মার্কস পুঁজি গ্রন্থটি প্রকাশ করেন যা
গোছানো সম্পূর্ণ
হয়েছিল ২৭ মার্চ

পর্ব১২

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

সোশ্যালডেমোক্র্যাটিক শ্রমিক পার্টি
বা আইজেনাখ
পার্টির প্রতিষ্ঠা এবং জমির যৌথ মালিকানা
প্রতিষ্ঠার গুরুত্ব
প্রতিষ্ঠা কাল

১৮৬৮

 

জার্মান শ্রমিক সমিতিগুলোর ইউনিয়ন উদারনৈতিক বুর্জোয়া সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নুরেনবার্গ কংগ্রেসে আন্তর্জাতিকের কর্মসূচীর প্রতি সমর্থন ঘোষণা করে

গণতান্ত্রিক প্রলেতারীয় পন্থা গুরুত্বপূর্ণ হতে থাকে

১৮৬৯

জুলাই

 

ব্যবসা থেকে
অবসর নেন এবং
ম্যানচেস্টারে
লিজির সঙ্গে
পূর্ণ সময় কাটানোর
সুযোগ পান
জার্মান সহ বিভিন্ন দেশের শ্রমিক আন্দোলনে চোখ রাখেন

১৮৬৮ সালে
লিজি
ইংল্যান্ডের
লিঙ্কনশায়ারে
গিয়েছিলেন

আগস্ট

আইজেনাখে অনুষ্ঠিত কংগ্রেসে সোশ্যালডেমোক্র্যাটিক শ্রমিক পার্টির ভিত্তি প্রতিষ্ঠিত হয় যা আইজেনাখ পার্টি নামেই পরিচিত

লাসালপন্থী বনাম আইজেনাখপন্থী সংগ্রাম শুরু হয়

১২

সেপ্টেম্বর

ব্রাসেলসে আন্তর্জাতিক শ্রমিক সমিতির চতুর্থ কংগ্রেসে জমির যৌথ মালিকানা প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয় যা আইজেনাখ পার্টির নেতারা বুঝতে ভুল করেন

লিবক্লেখটএর প্রতি তাঁদের আস্থা ভাঙতে শুরু করে

১৮৭০

 

এঙ্গেলস ম্যানচেস্টার
থেকে লন্ডনে ফেরেন

মার্কসের মেটল্যান্ড
পার্ক রোডের বাড়ি
থেকে দশ মিনিটের
হাঁটা পথের দূরত্বে
রিজেন্টস পার্ক
রোডের বাড়ি

 

১৯ জুলাই

 

ফ্রাঙ্কোপ্রুশীয় যুদ্ধ প্রসঙ্গে প্রবন্ধ লেখেন যেখানে প্রুশিয়ানা, বিসমার্কবাদ জাতীয়তাবাদের সঙ্গে যেকোন আপসের বিরোধিতা করেন

 

 

জার্মানির কৃষকযুদ্ধ’ (১৮৫০) পুনঃসংস্করণের নতুন ভূমিকায় জার্মানির পক্ষে বাসেলস কংগ্রেসে (৬৮ ও ৬৯) গৃহীত মার্কসীয় দৃষ্টিভঙ্গির তাৎপর্য উল্লেখ করেন


সেপ্টেম্বর

সেদানের যুদ্ধ, জার্মানদের হাতে তৃতীয় নেপোলিয়ন সহ সমগ্র ফরাসী সেনাবাহিনীর  আত্মসমর্পণ
এঙ্গেলসের পূর্বানুমান
অনুসারেই ঘটে
যা
যুদ্ধের খবর
নামে আগেই পল
মল পত্রিকায় ছাপা
হয়

সামরিক বিশেষজ্ঞের পরিচয়ে

জেনারেল

আখ্যায়িত হন

পর্ব১৩

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

প্যারিস কমিউনের অভিজ্ঞতা
এবং লাসালপন্থীদের
ও বাকুনিনপন্থীদের
  নৈরাজ্যবাদী দৃষ্টিভঙ্গির
সঙ্গে সংগ্রাম
কাল
 

১৮৭১

 

 

১৮ মার্চের প্যারিস অভ্যুত্থান এবং ২৮ মে সেই পারি কমিউনের পরাজয়ের শেষে সমাজতান্ত্রিক
ভাবনার প্রয়োগকে
যথাযথ করতে সংগঠিত
করার কাজে উদ্যত
হন

দুর্বল ভার্সইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় সেটা ছিল না সেটা আগেই চলে গ্যাছে

জুন

ব্যারিকেডের সংগ্রাম তখনও প্যারিসে চলছে

সেপ্টেম্বর

আন্তর্জাতিকের লন্ডন সম্মেলনের আলোচ্যসূচী প্রস্তুতকারী সাবকমিশনের সভাপতি হিসেবে এঙ্গেলস সম্মেলনে রাজনীতি বর্জন বিষয়ক প্রচারের অসারতা প্রসঙ্গে বিরোধিতা করে প্রলেতারিয়েতের রাজনৈতিক আধিপত্যের পক্ষে প্রমাণ রাখেন

প্রলেতারীয় পার্টির প্রয়োজন সামাজিক বিপ্লবের বিজয় সুনিশ্চিতকরণ

১৮৭২

 

 

প্যারিস কমিউনের অভিজ্ঞতায় এবং সমালোচনায় তাঁরা রাষ্ট্রের বহিঃরেখা নিরুপন করেন যা গড়বে প্রলেতারিয়েত এবং সেখানে শ্রমের মুক্তি ঘটবে

প্রাক্মার্কসীয় সমাজতন্ত্রের মৃত্যু ঘটে

 

 

বাকুনিনপন্থীরা,
ব্রিটিশ ট্রেডইউনিয়ানগুলোর সুবিধাবাদী নেতারা
(ওজার,
লেক্রাফট প্রমুখ)
খোলাখুলিভাবে আন্তর্জাতিকের বিরুদ্ধে নৈরাজ্যবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে

কমিউন, সমাজতান্ত্রিক গণতন্ত্র,
প্রলেতারিয়েতের একনায়কত্ব, রাষ্ট্র
ব্যবস্থা
ইত্যাদি বিষয় বাকুনিনপন্থীদের বিরোধিতা সত্ত্বেও আন্তর্জাতিকে বহাল থাকে

আগস্ট

স্পেন, ইতালি, পর্তুগাল,
ডেনমার্কের শ্রমিক শ্রেণীর সম্পাদকীয় দায়িত্ব এঙ্গেলসের কাঁধে চাপে এই কাজে
যে সকল চিঠি
, প্রতিবেদন
ইত্যাদি লিখতে
হয় তাতে
ইউরোপীয় ভাষা উপভাষার জ্ঞান কাজে আসে 

১৮৭৩

২৯ অক্টোবর

এঙ্গেলসের মা এলিজাবেথএলিস
ফ্রানযিস্কা
ফন হার মারা
যান

জার্মানির ভূপ্পেরটাল
শহরে

পর্ব১৪

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

কমিউনিস্ট মত প্রতিষ্ঠার কাল

 

এই প্রতিষ্ঠায় একদিকে দক্ষিণপন্থী সুবিধাবাদের বিরুদ্ধে সংগ্রাম করার পাশাপাশি তখন বামপন্থী দালালদের বৈপ্লবিক বুলি আওড়ানো ব্যক্তিদের বিরুদ্ধেও মার্কসএঙ্গেলসকে সতর্ক লড়াই জারি রেখে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলতে হয়

১৮৭৪

২৬ জুন

লিবক্লেখট সম্পাদিত
এবং লাইপজীগ থেকে
প্রকাশিত জার্মান
সোশ্যাল
ডেমোক্র্যাট
ওয়ার্কার্স পার্টির
সংবাদপত্র
(যা ২ অক্টোবর,
১৮৬৯ থেকে ২৩
সেপ্টেম্বর
,
১৮৭৬ পর্যন্ত
প্রকাশিত হয়েছিল
এবং ১৮৭৭ থেকে
ভোরহাতস্ নাম
হয়ে যায়
) ডের
ভল্কসস্টায়াত
এ এঙ্গেলসপ্যারিস কমিউন
থেকে ব্লাঁকিপন্থীদের
পালানোর পরিকল্পনা

শীর্ষক রচনা
প্রকাশ করেন
   

ল্যুইস অগস্ট ব্লাঁকি
(১৮০৫১৮৮১) ছিলেন বস্তুবাদী দর্শন সংলগ্ন একজন বুর্জোয়া তাত্ত্বিক মার্কস ব্লাঁকি পরস্পরকে খুব কাছ থেকে চিনতেন

১৮৭৫

১৮২৮ মার্চ

 

 

বেবেলের ২৩ ফেব্রুয়ারি
লেখা চিঠির উত্তরে
লন্ডন থেকে এঙ্গেলস
তাঁকে জনসংখ্যার
নীতি সম্পর্কিত
ম্যালথুসিয়ান
ধারণানির্ভর
লাসালপন্থীদের
পেটি
বুর্জোয়া গণতন্ত্র
সম্পর্কে সাবধান
করেন

শ্রমিক পার্টির আন্তর্জাতিকতাবাদী নীতির প্রতি অটল থেকে জাতীয় সীমাবদ্ধতা কাটিয়ে তোলা

২৪ মার্চ

 

পোল্যান্ডের
জন্য
শীর্ষক
ভাষণে এঙ্গেলস

মানুষের অধিকার
প্রতিষ্ঠার
সংগ্রামে এবং
পোলিশ আভিজাত্যের
বিরুদ্ধে বিপ্লবীরা
ঠিক পথেই এগিয়ে
চলছেন
 

স্লোগানঃপোল্যান্ড দীর্ঘজীবী হোক

২১ এপ্রিল

 

 

এঙ্গেলস ডের ভল্কসস্টায়াত সংবাদপত্রে
রাশিয়া এবং সামাজিক বিপ্লব
শীর্ষক নিবন্ধে প্রপার রাশিয়ার কৃষক আন্দোলনের গতিমুখকে বস্তুবাদী পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান

কমিউনিস্ট আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে দিতে হবে ব্যাপক শ্রমিককৃষক ঐক্যের ওপর জোর

এপ্রিলমে

এঙ্গেলসের প্রত্যক্ষ সহযোগিতায় মার্কস লেখেনঃ ক্রিটিক অব দ্যা গোথা প্রোগ্রাম  গোথা
প্রোগ্রামের
সমালোচনা
জার্মানির
ইউনাইটেড
ওয়ার্কার্স
পার্টির
খসড়া
প্রোগ্রামটির
একটি
সমালোচনা।
 এই
নথিতে
মার্কস
সর্বহারা
শ্রেণীর
একনায়কতন্ত্র
,
পুঁজিবাদ
থেকে
সাম্যবাদের
দিকে
উত্তরণের সময়কাল
,
সাম্যবাদী
সমাজের দুটি
পর্যায়
, সামাজিক
সামগ্রীর
উত্পাদন ও
বিতরণ
, সর্বহারা
আন্তর্জাতিকতাবাদ
এবং শ্রমিক
শ্রেণির
দলকে
সম্বোধন
করেছেন।

নিপীড়িত, শোষিত মানুষের জন্য কমিউনিস্টদের যে কিছু দেওয়ার আছে তা প্রথম খুব স্পষ্ট করে বলা হল,
এবং সমকালে উত্থিত ভ্রান্তিগুলোকে কাটানো হল খুব স্পষ্ট করে

১৮৭৬

 

বানর থেকে মানুষের বিবর্তনে শ্রমের ভূমিকা নামক বৃহৎ প্রবন্ধ লেখেন
(অসমাপ্ত)

সাহিত্যশিল্পের বিভিন্ন ধারার মধ্যে সংগ্রামের শ্রেণীগত কারণ অন্বেষণ করেন

ভাষার উৎপত্তি প্রসঙ্গে মার্কসীয় দৃষ্টিভঙ্গির সাধারণীকৃত সূত্র

পর্ব১৫

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

বিসমার্ক সহ ইউরোপের বুর্জোয়া,
পেটিবুর্জোয়া রাষ্ট্র শক্তি

লাল জুজু

দেখতে শুরু করে যেখানে দালাল হয় গিওখবের্গ,
বার্নস্টাইন আর শ্রাম
(তিন জুরিখওয়ালা

লালজুজুকাল

১৮৭৭

জানুয়ারি

মাসের প্রথম থেকেই
জার্মান সোশ্যাল
ডেমোক্র্যাসির
মুখপত্র
ভোরহাতস্ বাআগুয়ানপত্রিকায় ধারাবাহিকভাবে প্রবন্ধমালা তিনি প্রকাশ করেন

শিরোনামঃবিজ্ঞানের ক্ষেত্রে মিঃ ওগেন ড্যুরিং সাধিত
বিপ্লব

১৮৭৮

জুন

 

বার্লিন বিশ্ববিদ্যালয়ের
সহকারি
অধ্যাপক ড্যুরিংএর নবোদ্ভাবিত সমাজতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কিত তত্ত্বের বিরোধিতা করে এঙ্গেলস
অ্যান্টি
ড্যুরিং প্রকাশ করেন

বিজ্ঞানের ধারায় হের ওগেন ড্যুরিংএর বিকল্প
আখ্যান

১২
সেপ্টেম্বর

এঙ্গেলসের
স্ত্রী লিজি
বার্ণস
(জন্মঃ ৬ আগষ্ট
১৮২৭) মারা যান।
যিনি ‘গ্যাং-লেবার
সিষ্টেম’ ধারণার
জন্মদাতা
লিজি ছিলেন মেরির বোন

প্লান্টেশনের
কাজে দাসেদের
শ্রম বিভাজন
, টাস্ক
ব্যবস্থার বাইরে

১৯ অক্টোবর

বিসমার্কের
উদ্যোগে
জার্মান
সোশ্যাল
ডেমোক্র্যাটিক
দল বেআইনি
ঘোষিত হয়।

(১৮৭১র নির্বাচনে
১ লক্ষ ১ হাজার
ভোট ১৮৭৭য় হয় ৪
লক্ষ ৯৩ হাজার
)

রাইখস্ট্যাগের
নির্বাচনে জার্মান
সোশ্যাল
ডেমোক্র্যাসির
সাফল্য বিসমার্কের
সরকারকে চিন্তায়
ফেলে
, যা ১৮৭৮র
জরুরী আইন পাসের
প্রধান কারণ হয়
যেখানে সমাজতন্ত্রী
কাজের সব নিষিদ্ধ
ঘোষণা করে সমাজতন্ত্রীদের
ওপর শুরু হয় নিপীড়ন

১৮৭৯

১০
সেপ্টেম্বর

এঙ্গেলস টু মার্কস,
পরের দিন উত্তর লাইপজীগের
প্রতি খুবই
দৃঢ় অবস্থান নেওয়ার
সিদ্ধান্ত

১৯ সেপেম্বর

অগস্ট বেবেল, ফ্রিডরিশ
সোর্জকে
জানান পরোক্ষ
করের পক্ষে
ভোটদান অথবা বিসমার্কের
দক্ষিণপন্থী
সরকারের পক্ষে
ভোটদান থেকে বিরত
থাকাটাই পার্টির
নীতি

ডিসেম্বরের শেষ

এঙ্গেলস মার্কসের
চিন্তাভাবনায়
উদ্বুদ্ধ
হয়ে ফ্রান্সে
,
পার্তি
উভরিয়ে
ফ্রঁসে
নামে শ্রমিকসমাজতান্ত্রিক দল গড়ে ওঠে মার্কসের জামাই পল লাফার্গ ছিলেন নেতা

পর্ব১৬

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

দ্বান্দ্বিক বিকাশের সঙ্গতি কাল

১৮৮০

 

পোলিশ সমাজতান্ত্রিকদের কমরেড সম্বোধনে মার্কসএঙ্গেলস সহ অন্যান্যদের স্বাক্ষরে লেখা বার্তায় সমস্ত দেশের সর্বহারা শ্রেণী ঐক্যের ডাক দেওয়া হয়

নৈরাজ্যবাদীদের পার্টি থেকে বহিষ্কার করা হয়

১৮৮১

 

এঙ্গেলস মার্কসের
চিন্তাভাবনায়
উদ্বুদ্ধ
হয়ে লন্ডনে
,
সোশ্যাল
ডেমোক্রাটিক
ফেডারেশন নামে
এক শ্রমিক সমাজতান্ত্রিক
দল গড়ে ওঠে

পরিস্থিতি অনুসারে রণকৌশলগত সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ নীতি

১৮৮২

 

ফ্রান্সের সাঁ এঁতেতে অনুষ্ঠিত কংগ্রেসে শ্রমিক সমাজতান্ত্রিক
দলের মধ্যে
সম্ভাব্যবাদীদের সঙ্গে লাফার্গ জুলে গেদএর অনুরাগীদের বিবাদ অনিবার্য হলে পার্টি ভেঙে যাওয়ার পরিস্থিতি হয়    

পুঁজিতন্ত্রের পরিবেশে শ্রমিক পার্টি বিকাশের নিয়মে অভ্যন্তরীণ সংগ্রাম হল দ্বান্দ্বিক অনিবার্যতা

পর্ব১৭

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

প্রাণের বন্ধুর চিরবিদায় মানবজাতির মূল্যবান মেধা হারানোর ক্ষণ

 

বস্তুবাদী দ্বান্দ্বিকতায় আধুনিক সমাজতন্ত্রের পরিপূর্ণ বিশ্লেষণ কাল

১৮৮৩

১৪ মার্চ

কার্ল মার্কসের
মৃত্যু

লন্ডন বিকেল :১৫

১৭ মার্চ

লন্ডনের হাইগেটে
দেহ সমাধি দিয়ে
কার্ল মার্কসের
স্মরণ সভায় বক্তব্য
রাখেন

ধনতন্ত্রে সামাজিক
সম্পর্কের বিচ্ছিন্নতা
, বিয়োগের
সম্পর্ককে পরিবেশের
সংকটের পরিসরে
মিলিয়ে দেখেন
এঙ্গেলস
, যেখানে
পুঁজিবাদ বিরোধী
পরিবেশবাদের
জনক হন তিনি

 

১৮৭২৮২র মধ্যে লেখা কাজকে কিছুটা গুছিয়েও প্রকৃতির দ্বান্দ্বিকতা
অপ্রকাশিত
থাকে
, যেখানে তিনি
বাস্তুব্যবিদ্যার
সমাজতান্ত্রিক
সমাধান খোঁজেন

 

এঙ্গেলস মার্কসের
চিন্তাভাবনায়
উদ্বুদ্ধ
হয়ে
জারতন্ত্রের বিরুদ্ধে
প্লেখানভ
, জাসুলিচ,
আক্সেলরদ
প্রমুখদের
উদ্যোগে রুশ
শ্রমিক
মুক্তি
গোষ্ঠী
নামে সমাজতান্ত্রিক শ্রমিক দল গড়ে ওঠে।

১৮৮৪

 

দ্যা
অরিজিন অফ
দ্যা
ফ্যামিলি
,
প্রাইভেট
প্রপার্টি
অ্যান্ড
দ্যা স্টেট
শীর্ষক বইটি তিনি প্রকাশ করেন ফেবিয়ান সমিতির বিরোধিতা করেন এঙ্গেলস

পুরুষতন্ত্র হল ধনতন্ত্রের পরিণাম এবং একে অপরের পরিপূরক পরিবার ব্যবস্থাকে করা হচ্ছে শ্রম শোষণের প্রাথমিক একক সম্পত্তির উত্তরাধিকার পুঁজিপন্থী

১৮৮৫

ফেব্রুয়ারি

পুঁজি গ্রন্থের
খসড়া গুছিয়ে দ্বিতীয়
খন্ড প্রকাশ করেন

এঙ্গেলস মার্কসের
চিন্তাভাবনায়
উদ্বুদ্ধ
হয়ে বেলজিয়ামে
, পার্তি
উভরিয়ে
বেলজ্‌
নামে সমাজতান্ত্রিক শ্রমিক দল
গড়ে

ওঠে

পর্ব১৮

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

সংস্কারবাদী এবং আপোষপন্থীদের বিরুদ্ধে শাণিত অস্ত্র হিসেবে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার নীতি প্রয়োগে ষোলআনা কমিউনিস্ট
সংগঠন গড়ে তোলার সময় কাল

১৮৮৬

 

মার্কিন
শ্রমিকদের
আট ঘন্টার
কর্মদিবস
অর্জনের
দাবিতে
সংগ্রাম

বৈপ্লবিক বিশ্ববীক্ষা

১৮৮৮

 

ইংল্যান্ডের
কয়লা ও গ্যাস
প্ল্যান্টের
শ্রমিকরা ধর্মঘটের
সাহায্যে আট ঘন্টার
কর্ম
দিবস চালুতে
সফল হয়।

পার্টিআনুগত্যের প্রয়োজনীয়তা অনুধাবন

১৮৮৯

১ মে

 

 

 

দ্বিতীয়
আন্তর্জাতিকের
প্রস্তুতি প্রায়
সম্পূর্ণ
, ১৮৮৯ ফরাসি
বিপ্লবের
 শতবার্ষিকীতে
প্যারিসে
এই দ্বিতীয়
আন্তর্জাতিকের
 প্রথম
কংগ্রেস
অনুষ্ঠিত
হওয়ার
প্রাক্কালে হে মার্কেটের শ্রমিক ধর্মঘট কাজের সময় নির্ধারণের দাবিকে সমর্থন জানিয়ে এই মে দিনটিকে শ্রমিক দিবস ঘোষণা করা হয়

১৮৮৬ খ্রিস্টাব্দে
আমেরিকার
 শিকাগো শহরের হে
মার্কেটের
ম্যাসাকার
 বা শহীদ শ্রমিকদের আত্মত্যাগকে
স্মরণ করে
শ্রমিক
দিবস পালিত
হয়। সেদিন
দৈনিক
আটঘণ্টার
কাজের দাবিতে
শ্রমিকরা হে
মার্কেটে
জমায়েত
হয়েছিল।
তাদেরকে
ঘিরে থাকা
পুলিশের
প্রতি এক
অজ্ঞাতনামার
বোমা
নিক্ষেপের
পর পুলিশ
শ্রমিকদের ওপর
গুলিবর্ষণ
শুরু করে।
ফলে প্রায়
১০
১২
জন শ্রমিক ও
পুলিশ নিহত
হয়।

ধর্মঘট হয়ে ওঠে শ্রমিকের প্রতিবাদী হাতিয়ার

১৪ জুলাই

থেকে

১৯ জুলাই

এই বছরের
বাস্তিল
দিবসে
, ফরাসি
বিপ্লবের
একশো বছর পরে
, বিভিন্ন
শ্রমিক
নেতৃত্ব
আরেকবার
আন্তর্জাতিক
শ্রমিক সঙ্ঘ
গড়ে তোলার
উদ্যোগ নেন।
প্যারিসের
সম্মেলন
কক্ষে এক
বিরাট লাল
ব্যানারে সোনালী
অক্ষরে লেখা
ছিল
দুনিয়ার
মজদুর এক হও
তার
তলায়
দাঁড়িয়ে
মার্কসের
জামাতা পল
লাফার্গ
চব্বিশটি
দেশের
প্রতিনিধিদের
দ্বিতীয়
আন্তর্জাতিকের
উদ্বোধনী
কংগ্রেসে
স্বাগত
জানিয়েছিলেন।

দ্বিতীয়
আন্তর্জাতিকের
 প্যারিসের সভায় ২০ দেশের
প্রতিনিধিরা
অংশ নেন।
 ১৯১৬ পর্যন্ত (প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট) এটির প্রাসঙ্গিকতা থাকে বলা হলেও ১৯২০র ৩১
জুলাই আগস্টের জেনেভা কংগ্রেসও তার অস্তিত্বের জানান দেয় তবে ১৯১৯ থেকে তৃতীয় আন্তর্জাতিক বা কমিনটার্ন জন্ম নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত এই সংগঠনগত প্রয়াস বিশ্বজুড়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই ফ্যাসিবাদের স্বরূপ উন্মোচন করে

১৮৯০

মে

 

ইংল্যান্ডে শ্রমিক
বিক্ষোভ
সংগঠিত হয়
 যেখানে
শ্রমিকদের মৌলিক
উন্নয়নের সম্ভাবনাকে
প্রসারিত করতে
সেখানে
এঙ্গেলস ব্যক্তিগতভাবে
অংশ নেন এবং শ্রমিক
পার্টি গঠনের
উদ্যোগ নেন

ইংল্যান্ডে প্রকৃত প্রলেতারীয় আন্দোলন গড়তে হলে উপনিবেশীয় শোষণে প্রাপ্ত শ্রমিকের সুবিধাকে দয়াদাক্ষিণ্য হিসেবে দেখতে হবে

২১
সেপ্টেম্বর

ব্লককে
লেখ এক
চিঠিতে
এঙ্গেলসঃ
ইতিহাসের
বস্তুবাদী
বোধ অনুসারে
শেষ বিচারে
ঐতিহাসিক
প্রক্রিয়ার
নির্ধারক
দিক হল বাস্তব
জীবনের
উৎপাদন ও
পুনরুৎপাদন।
 

পর্ব১৯

সাল

তারিখ

ঘটনা/বিষয়

মন্তব্য

পার্টিগত সংগ্রামের গভীর জ্ঞান,
পরীক্ষিত সততা দৃঢ় চরিত্রের স্বেচ্ছাভুক্তিতে পার্টি গড়ে উঠবে;

ঐতিহাসিক বস্তুবাদের
দিশায় পার্টিগত
রাজনৈতিক
ক্রিয়াকাল

১৮৯১

 

বুলগেরীয় রোমানীয় ভাষাদুটি অধ্যয়ন শুরু করেন একজন শিল্পী তার গুণে অথবা একজন শিক্ষিত তার উচ্চ শিক্ষার জোরে পার্টির উচ্চ পদে আসীন হবেন না

বালজাককে বাস্তববাদের শ্রেষ্ঠ শিল্পী বলে গণ্য করেন

১৮৯২

 

 এঙ্গেলস মার্কসের
চিন্তাভাবনায়
উদ্বুদ্ধ
হয়ে ইতালীয়
সমাজতান্ত্রিক
পার্টি
নামে শ্রমিকসমাজতান্ত্রিক
দল গড়ে
ওঠে

১২ টি ভাষায় বলতে লিখতে

২০ টি ভাষা পড়তে পারতেন

১৮৯৩

 

ইংল্যান্ডে স্বাধীন শ্রমিক পার্টি গঠিত হয় যার নেতৃত্বে এডুয়ার্ড এভেলিং,
এলেওনোরা,
টমাস মান প্রমুখ কিন্তু অচিরেই দলে রামসে ম্যাকডোনাল্ড,
কেইর হার্ডির মতো সুবিধাবাদীরা ক্ষমতাসীন হলে এঙ্গেলসের সমর্থকরা বেরিয়ে যান

জুরিখে অনুষ্ঠিত আন্তর্জাতিকের তৃতীয় কংগ্রেসে এঙ্গেলস উপস্থিত থাকেন

১৮৯৪

 

পুঁজি গ্রন্থের
খসড়া গুছিয়ে তৃতীয়
খন্ড প্রকাশ করেন

পুঁজির বহুরূপতায় মুনাফার ব্যাখ্যা

১৮৯৫

৫ আগষ্ট

ইংল্যান্ডে মৃত্যু এবং পশ্চিম শূররের ওয়ার্কিং ক্রিমেটরিয়ামে বিশ্বের
বৈপ্লবিক রূপান্তর
সম্পর্কিত বৈজ্ঞানিক
দৃষ্টিভঙ্গির
স্রষ্টার

দেহ পোড়ানোর পর সেই চিতাভস্ম ইস্টবোর্নের সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়

কাজটি এঙ্গেলসের
ইচ্ছানুসারেই
করা হয়
মৃত্যুকালে তাঁর
বয়স হয়েছিল ৭৪
বছর

 

Facebook Comments

Leave a Reply