শুভজিৎ ভাদুড়ী-র কবিতা

দুঃখ যাকে ভালবাসে

তুমি কি আমাকে চেন? কতটুকু তুমি চেন আমাকে
যতটুকু চেনা যায়, যতটুকু মানুষ চেনায় নিজেকে
ভুল! ওই দেখ আমি চলে গেছি, বাদবাকি ছায়া পড়ে আছে
নিজেকে খোঁজার পর আর কার হারাবার কি পরে থাকে!

পায়ের শব্দের মত ভেসে আসা সুসময়, তুমি কি আমাকে খোঁজ?
নাকি আমি বসে থাকি আর প্রতিটা বসন্তে নিমগাছে সাদা ফুল ফোটে-
তারপর ঝরে গেলে ছায়া পড়ে থাকে। প্রতিটা মৃত্যুর পরেই কিছু ছায়া পরে থাকে
প্রতিটা মুক্তিরই কিছু চরাচর হয়। আদিহীন অন্তহীন সেইসব মগ্ন চরাচর

আমি স্বপ্নে দেখেছি বহুবার আর পাথুরে সভ্যতায় বেড়েছে বয়স
ওগো পরিত্রাণ আহা পরিত্রাণ তুমি কি আমাকে খোঁজ?
নাকি আমি বসে থাকি, আর রাত গাঢ় হতে হতে খুঁজে পায় ভোর
দুঃখ তবে কি পেয়েছে , শুধু আমাকে নিয়ে সে কিভাবে কাটাবে এই অনন্ত জীবন?

বাহক

কে কাকে বয়ে নিয়ে যায়- সকলে তো পায়না নিবিড় সুখ
সবাই খোঁজেনা সুখ। যার রাত কাটে নিদ্রাহীন কণ্টকশয্যায়-
সে খোঁজে ভালবাসা। অলীক মুগ্ধ নিষ্কৃতিময় প্রকৃতিবিমুখ

কে কাকে বয়ে নিয়ে যায়- নিবিড় প্রেম তো সকলে পায়না।
সকলে খোঁজেনা প্রেম। যে বয়ে নিয়ে যায় শালুকের শব
সেই নদী জানে যতক্ষন জীবন থাকে ততক্ষন সমস্ত বৈভব।

তারপর ঘর ভেঙে তৈরী হবে ঘর এবং আরও একটা ঘর।
কে কাকে নিয়ে যাবে- কিছু লোক কাঁধে করে নিয়ে যাবে আমার দেহ
না আমি নিয়ে যাব কিছু মানুষকে শশ্মানের দিকে- আমার মৃত্যুর পর!

সমাধি

তোমারই ছায়া হৃদয় জুড়ে
তোমারই ছায়া শরীরময়
আঁকড়ে ধরি অন্ধকারে
লীন হয়ে যায় এই সময়

যে বেদনা আছড়ে মারে
যে বেদনা নিংড়ে নেয়
আজ তাকে দাও মুক্ত করে
আজ তাকে বল সত্যময়

এ জগৎে আমি নিঃস্ব আমি মুক্ত আমিই অসীম দিগন্ত
একটা শরীর সংজ্ঞাহীন একটা হৃদয় অনন্ত…

Facebook Comments

Leave a Reply