প্রসাদ মল্লিক-র কবিতা
পরিযায়ী
নিশ্চিত ছাঁটাই, রুটিনমাফিক অনাহার, মৃত্যুর আবেদনপত্র রয়েছে অপেক্ষায়;
সভ্যতার এক কোণে জমে থাকা মানুষের সুদীর্ঘ স্তুপ আজ রাস্তায়৷
লকডাউনে থাকা পাকস্থলীকে ক্ষুব্ধ আবেগের কোয়ারেন্টাইনে পাঠিয়ে সামিল হয়েছে বিক্ষোভে ৷
পরিসংখ্যানে কয়েক হাজার,
খাদ্যের বদলে এসেছে লাঠি;
নিশ্চিত দাবির পরিবর্তে এক অনিশ্চিত নির্বাসন৷
প্রথাগত সভ্যতার নিরিখে এ এক সাধারণ, নিত্যনৈমিত্তিক প্রতিবেদন;
যার শিরোনাম শাসকের কুক্ষিগত।
এমনই কয়েকশো ক্ষুধার অভিঘাত, ঘামে ভেজা সংস্কৃতি,রক্তের ধারা
সমান্তরালে কেন্দ্রস্থ হয়ে জন্ম দেয় এক নতুন বিশেষণের, ‛পরিযায়ী।’
Facebook Comments
Posted in: November 2020, POETRY