পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা

প্রতিবিম্ব

মৃত্যুর পর তো অনেকেই জ্বলে যায়,
আমি জ্বলি জীবদ্দশায় ।
কালো আঁধারি রাত সবাই ভয় পায়,
আমার ভয় দিনের বেলায় ।
বিশ্বাসের ক্ষতে বিস্বাদ মেখে দেয়
দিনের লুকনো চাপ চাপ অন্ধকার।

প্রতিবিম্ব এঁকেছি তোমার আমার-
ঘন কালো রঙে, রূপোলি আলোর রেখায়।

মুখ

আয়নার কাছে আর দাঁড়ানো হয় না
বহু দিন। বহু বছর । বহু কাল।
অন্যের প্রতিবিম্ব আঁকতে আঁকতে,
ক্রমশ ভুলে যাই নিজের মুখ,
নিজের চেহারা, নিজের আদল।

কত কাদা মাখা আছে হাতের উল্টোপাশে,
কত অন্যায় চাওয়া মিশে আছে-
মুখের সাথে।
প্রতিবিম্বও মিলিয়ে যায়, সময়ের সাথে।

আস্তিন

নীল আকাশ, সাদা মেঘ-
তার নীচে দেখি সারিবদ্ধ
কতকগুলো কালো কালো মুখ।
সূর্যের আলো পড়েনা বহুদিন,
ছায়া পড়ে বরং-
মেঘেরা কামান দাগে, যেন-
যুদ্ধ যুদ্ধ ভাব ।

আমি আস্তিনে লুকনো বিষধরকে-
ছেড়ে দিই সুযোগ বুঝে ।

Facebook Comments

Leave a Reply