নীলাব্জ চক্রবর্তী-র কবিতা
ম্যাজিক
কাঁচ এক দৃশ্য যখন
ওলটানো মোজা
ফেনা ফেনা পড়ে যাচ্ছে বাড়ি
কে
শব্দ বললো আর ফুটফুট
এই গতি
এই দিমন চাইছে কে চন্দ্রদশা অবধি
ভাঙা যে ধাতুগুণ
স্পর
পারদে পারদে
বিশেষ এক শো করছে
লাগাম অর্থে
ওই হাত
ওই ফেলে দেওয়া আস্তিনের ম্যাজিক…
এক ধারাবাহিক নাব্যতায়
কক ক্লক
ভি-রঙের খিদে বাজছে
রূপিং টপ
এমন বড় বড় সব দিনে
একটা গীটারের স্বাদ
কেন যে আর নিকোটিন হল না
হে নিকেতন
হে প্রিয় জানলা
৩ নম্বর এভিনিউ থেকে
আসলেই লো-কাট ফ্যাকাসে হাইফেন
গভীর বরফচিহ্ন ও
একজন রোদ
লম্বা
ছুটিফেরত আঙুল হচ্ছে
সমস্ত ছবির বাইরে এক লং-সি-কাটা ধ্বনি
যা
ক্রমে এক ধারাবাহিক নাব্যতায়…
Facebook Comments
Posted in: November 2020, POETRY