মৌ চক্রবর্তী-র কবিতা
অতি সহজ কেউ …
আমি আমার হব কি কি হব …
এই নাও আমি স্ট্যাচু
ছুঁয়ে ছুঁয়ে যায় হাওয়া
ডানে বামে আমার সঙ্গে আমি
ছায়া আমি চাতক আমি
আমার সঙ্গে হাঁটছি আমি
ইচ্ছে ছিল কিছু একটা হব
_ পাখি নাহয় জোনাকি নাহয় বাঁশের সাঁকো
নাহয় বৃষ্টি একটু নাহয় মেঘ নাহয় একটা দোপাটি
নাহয় ডানাওলা পরী ____ না পরী নয়
বরং আটপৌরে কেউ
শান্ত নদীর পারে ঘর খুন্তি নেড়ে
সায় দিচ্ছে আধভাজা শাক পাতা
আমি হব বিনুনি সাধারণ অতি সহজ কেউ …
ভালবাসা ফিরে এস …
ফিরে এস ভালবাসা
আজ দিনটা ছুটির মতন
জানলায় রোদের সঙ্গে একটা পাখি
ওপাশের ছাদে চুল শুকাচ্ছে নদী
তার পাশে আমার হৃদয়
ঘুরপাক খাচ্ছে অনবরত
সারা কলকাতা জুড়ে ছুটি
দুঃখ আরেকটু থাকত যদি
ফিরে এস ভালবাসা
মায়ার গন্ধে নারী হয়ে ফেরো
কতবার পারো আমার শরীরে
আরেকটা শরীর হতে নিরবধি
ফেরারি আজ সব ভালবাসা
চিঠি লেখা খামে ধুলো ধুলো থেমে
আর কেউই নেই রাস্তায় কারফিউ
ঝড় আনবে বলে বইছে আজও
ভালবাসা থেকে ভালবাসা অবধি …
টুকরো ৩
কি লিখি তোমার ভাবতে ভাবতে লেখায় হয়নি আর
তুমি তো আছো আর পাশে পাশে তোমার সংসার
শিস দিতে দিতে কোকিল কালবৈশাখী এসেছে আবার
মনের ডাকে কত চিঠি ফেলি প্রতিদিন অজস্রবার
Posted in: November 2020, POETRY