অভিজিৎ দাসকর্মকার-এর কবিতা
O
|৭ই সেপ্টেম্বর | ১১:০৩ মিনিট | বিছানার কোণে মাথা ~ মাথার নীচে আশ্রয় নেয়া প্রিয় বালিশ |
ভিনরাজ্যের অবচেতন ঘুমেরা ন্যায়বাচক উঁকি দেয় ;
আর-
সিগন্যালের নৈঃশব্দ্যে ১টি আলপিন
আমারই গলার নীচে মাথা উঁচু করে দাঁড়িয়ে____
আমি কি ঢোক গিলছি?
আমি কি অবলীলায় দার্শনিক হয়ে পড়ছি?
তবে নদীটি আসুক___
আমার যোগাযোগের মার্চপাস্টে সন্ন্যাস নিয়েছে চাঁদ—
তাই তার অহংকারও নিরক্ষর সমান শব্দ–
কবিতাটি প্রকাশ || প্রকাশের পর ≈ মতামত | এবং আসন্ন ভিউয়ারস্ ~ চিয়ার্স ≈ সুন্দর+ঈ |
# প্রতিটি চিহ্ন / শব্দ
অনুচ্ছেদ ভাঙছে~পশ্চিমদিকে জলের শব্দ—
ঘুম আসে না |
দ্বিতীয় সপ্তাহের সোমবারটি ২৬°C→
বাড়ছে (↑) ~বাড়ছে (↑)
কোল পেলে↓নিশ্চিন্ত হবে জ্যোৎস্না ||
নির্ভরশীল হবো→নির্ধারিত সময় বরাবর…
এখন ১১:২২ এর রাত গড়াচ্ছে →
আমি?১টি ১৮-র গুণিতক |
নিশ্চুপ || অ-কথ্য || অসমান | অথচ দৃশ্য ≈
শেষের কবিতায় সহাবস্থান হবে /
[সন্নিহিত কোণ] অবধি মহুল গন্ধনেবো ~
জানি না___
তোর কোল, সেখানে
↓ ১৮০° নৈর্ঋত অক্ষাংশ
আমি চীরস্নান করবো___
Posted in: November 2020, POETRY