অশোক ঘোড়ই-এর কবিতা

অসমাপ্ত পাখি

তোমার আকাশ নেই বলেই তুমি অসমাপ্ত পাখি

ডানা মুড়ে রেখে, সন্ধেও তোমাকে মেপে নিতে চায়

অন্ধকার দিয়ে সাজানো সমস্ত কুঠুরি
তুমি একটানা হেঁটে যাচ্ছো

হয়তো,আলো থেকে মুছে গিয়ে তুমি ভোর হবে
অসমাপ্ত নিজের ছায়ায়

সম্পর্ক

খোসার সঙ্গে আড়াআড়ি সম্পর্কের এই পাখিজন্ম

খোসাকেও নীল হতে হ’লে,অন্ধকার জ্বলে ওঠে

অন্ধকারের ছাই জমে থাকে তোমার পায়ে ও ডানায়

গত মরসুমে কোনও পাহাড়ি নদী তোমাকে নাওয়াতে চেয়েছিল অন্ধকারে

জলের বিচ্ছুরণ কীভাবে পাথরকে অসুস্থ করে দেয়,
সেসব বুঝতেই মরসুম শেষ

অন্ধকারে তুমি নীল পাখি। খোসার ভেতর এক পাহাড়ি নদীতে তুমি ভিজে আছো

খোঁজ

কোথায় কীভাবে ঘর খোঁজ তুমি?

কুঠুরি থেকে কুঠুরিতে শ্বাস ভারি হয়

অসমাপ্ত জলের খরচকে ধরে নেয়
নির্ধারিত নালা

আমি ঘর খুঁজি,একটানা ঘর খুঁজে চলি

তোমার হেঁটে যাওয়াকেও তো পথ তুচ্ছ করে দেয়,
তাহলে, কীভাবে ঘর খোঁজ তুমি?

Facebook Comments

Posted in: November 2020, POETRY

Tagged as: , ,

Leave a Reply