অমিত পাটোয়ারী-র কবিতা

লুডো

আরও একটু ঊর্দ্ধগামী হও মহাদেব
দেবত্তর সম্পত্তির একটি কোণে থাকতে থাকতে
কানপাশাতে শ্যাওলা জমেছে।
তোমার চারটি গুটি
আর সংসার
এই দানে খেতে না পারলে
আমার নদীজন্ম বৃথা—

দানের মতো দান পড়লে শালা, যক্ষকে খাওয়াবো
ঋণগ্রস্ত ফলিডল!

ছোবল

লখাইদের ব্যবসা প’ড়ে গ্যাছে
লখাই খুব হংস মৃত্যোত্তর
শ্রীমায়ের ভাতের কথা ভাবে
নুন আনতে গেলে যদি মনসাবিবি
এক গরাস ভাত পেটে চালান ক’রে দ্যায়!
বাপ
শুধু
সন্তান সন্তান সন্তান সন্তান …
মা
শুধু
আয়ুস্মতী বায়ুস্মতী পায়ুস্মতী
লখাই
আয়োডিন যুক্ত নমক আর সত্যাগ্রহের
তফাৎ ক’রতে পারে না
সজনে গাছের সঙ্গে বিয়ে দিলেও
ও ম’রে বাঁচত

Facebook Comments

Leave a Reply