তন্ময় রায়-এর কবিতা

অজ্ঞতরু

১.

গুহ্য কবিতার দেশে আমি ঘোঁট পাকাই।
আমার দারুণ চালে অনেক বস্তি
সেদ্ধ করার গন্ধ
তোমাকে ধরতে দেবো না
আমিই চ্যাঙারীতে
রাতভর ভেজা ধান
উনুনে ওঠার আগে প্রভাব কী জিনিস, দেখবো

২.

অনেক কিছু খুঁটে ফেলা নখ
জমাই, জামার পকেটে ভ’রে
কেচে ফেলি তাদের তারিখ।
দাঁতে কাঁটা দিনবদল প্রবল ড্রাই,
কুঁটির গাদায় রোদ পড়ে
পকেটের যতসব জহরত

৩.

রোদ ভুল করি
আমার রাখা নামে
রোদখণ্ডে কুকুরছানা জন্মায়
বিশ্বাস না করলেও তারা বাড়ি রং করা থামায় না
এসবই দেশের বাড়ি
গপ্পো বললেই রোদের ছানা কেটে যায়…

Facebook Comments

Leave a Reply