তন্ময় ধর-এর কবিতা

দৃশ্য ১

একটি গোলাপী মুখোশ থেকে হঠাৎ যেন জল খেয়ে গেল কেউ
দৃশ্যের অর্ধেক থেকে খসে পড়া এরোস ও থেনাটোস
মাংস ভেবে কেউ ফেলে দিয়ে গেল জলের অন্যায় ফোঁটায়

নির্জনতা নয়, স্বাদ ভেবে কেউ যেন বদলে ফেলছে মৃত্যুকে
অস্পষ্ট এক ভিক্ষুক জলের বিম্বে খুঁজে চলেছে অনন্ত পিপাসা
অজ্ঞাতস্পর্শ জিভ ভারী হয়ে উঠছে শূন্যতায়

অতিজীবিত দু’টি খিদে এক দৃশ্যহীন খেলা খেলছে
রঙ থেকে উড়ে আসছে ঈশ্বরদন্ড
দুধের মত পাতলা রক্তের ইশারা শুরু হচ্ছে

ধ্বংসস্তূপে দ্রুত রঙ বদলে ফেলছে এক বহুরূপী
শিকার অসতর্ক হচ্ছে
আঁধার নামার আগে

দৃশ্য ২

অতল ইচ্ছামাংসের নীচে এসে দাঁড়াচ্ছে একটা ভ্রম
শীতল আত্মচিহ্ন ফেলে দিচ্ছি মৃত ঈশ্বরের ভ্রুমধ্যে
খিদে থেকে আলগা হয়ে যাচ্ছে খড়-মাটির খেলাধুলো

রঙের প্রাথমিক অংশ আস্তে আস্তে বদলে যাচ্ছে
চমকে উঠছে ক্রয়যোগ্য এক ঈশ্বরভেদ্যতা
শস্যকাল থেকে হঠাৎ উধাও হচ্ছে অগণন পাখির কোলাহল

আমাদের সমস্ত স্মৃতিহীনতা জুড়েই গড়িয়ে পড়ছে একটি অন্ধ রঙ
অন্নপাত্রে চমকে উঠছে শব্দের ঠোঁট, শব্দের ভ্রুমধ্য
পূর্বাভাসে আবছা হচ্ছে সদ্যমৃত মাংস

দৃশ্যের স্বাদগ্রন্থিতে ঢুকে পড়ছে একটি বোবা কান্না
ঈশ্বরবিম্বের কয়েক খন্ড আমিষ থেকে আমাদের ব্যথা কমেই চলেছে
বাকি গল্পটা খিদের আস্তরণে মুড়ে ফেলেছি আমরা

Facebook Comments

Leave a Reply