তপোন দাশ-র কবিতা
চিত্রহীন কবিতা -১৩
কিছু কথা ভোর হবে থেকে নেমে গেল নয়
এককাপ শহর গুলে মাথা মাপার গাছ
স্তন খুলে কেউ হাসে না
কালো ত্রিভুজ ঢেকে রাখে বসা
চুমুক দিচ্ছে গা খোলা বিকেল
মদ খেয়ে চুর ফেরা দেখা পড়ে আলোতে
চিত্রহীন কবিতা -১৪
কখনও হাত খোলে স্কার্টের ডাকনাম পর্যন্ত
অনেক শরীর পাতার শব্দ
গাড়ির নিচে শুয়ে স্কুলব্যাগ বলেনা সময়
আগে জানলে ট্রেনে পড়তো বিয়ে কাটা
ঈদ পড়ছে রাস্তা ফেরা ঘর যে যার
হাঁটা পকেটের দিকে হাততালি পাড় হচ্ছে
নাভিতে ছায়া করে জিতে যায় বোতামঘর
Facebook Comments
Related posts:
Posted in: October 2020 - Cover Story, POETRY