স্বর্ণেন্দু সেনগুপ্ত-র কবিতা

তবু শান্তিকে ফেরাও

১.

একটি ঘর, তার পূর্বাপর, শান্তির দৃশ্যে থেমে আছে

আমি দক্ষিণপটু, উত্তরের দালান ছিল না সেখানে
উজানি লাল আলোর থেকে দূরে
অতীতের মুখগুলি হাসিতে সাজানো,
পূর্বপুরুষের ঘরবাড়ি দেখে রাখা, দৃষ্টির অনুপূর্ব দিয়ে
আগলে রাখা সেই অসীমতা, সেই অনন্তের জানলাদরজাগুলি

শান্তি রাখা আছে, অসীম এসেছে তার দিক থেকে
অনন্ত এসেছে, ঘরে ঘরে, বিকেলের চৌকাঠ ছুঁয়ে

বিড়াল ডেকে উঠবার আগে, ডাকো তাকে
নাম যদি নাও মনে থাকে, বিড়ালের কিছু আগে
শান্তি রাখা আছে, একটি ঘরের উঠোন তার থেকে নিচু

ঘুমের দক্ষিণে জেগে আছি, অনন্তের একপাশে জেগে আছি
হাসির বিফলতা তার দিক থেকে একবার যদি শোনা যায়
অসীম কীভাবে এতটা অসীম, জেনে নেওয়া যাবে তারপর

২.

আলো নিভে গেছে, তাকিয়ে রয়েছো
যেভাবে সেই চোখ, সেই অনন্তকলহ
কথার ভিতরে গান নেই, শব্দের চাতুর্য শুধু
তবু শান্তিকে ফেরাও, বিকেলের কাছে
যে আছে, দাঁড়িয়ে আছে, তার কাছে ফেরাও

ঘুমের আগে কখনও সে গভীর হয়ে ওঠে
ঘুমন্তের থেকে সেই শান্তি কতদূরে
ডাকো, নাম যদি নাও থাকে, ডাকো তাকে

একটি বিকেল কেঁপে ওঠা গাছের মতো নয়
তাকে, তার অনিশ্চয়তাকে, বোঝা যায়
ঘরে ঘরে সেই শান্তি, সেই সুসমাচার

তুমি কি সেই সুসমাচার জানো
জানো বৃষ্টির নিচে কতটা তার দৃষ্টি
কতটা তার অশ্রু পাতার থেকে পড়ে
শান্তি শান্তি শান্তি, ফেরাও একবার
যদি কোথাও থেকে গেছে সেই দৃশ্য
যদি কোথাও থেকে গেছে প্রপিতামহের হাসি
ফেরাও তাহাকে, চোখ থেকে চোখে
দৃষ্টির সমূহ উদ্ভাসে
অসীম দাঁড়িয়ে আছে তাকে বলো
অনন্তকে বলো,
শান্তিকে ফেরাও, অসীমের দিকে ফেরাও একবার

Facebook Comments

Leave a Reply