স্বপন রায়-র কবিতা
সম্ভাবিত কবিতা
৩.
আছি ও আছ’তে হারবার
মদ দেশি
মদহোশ দিল কি দওয়া, বিদেশি
রাতে যখন কিছু নেই, গলা ভাত
ট্রানজিস্টারে কিশোর কুমার
হার্টস ফেলি
ডায়মন্ড পড়েই ককিয়ে ওঠে
দারুসা চাঁদের গায়ে
জলকে চলা রাত পোহাবার জিদ
ডায়মন্ডহারবারে
কিছু হয়নি
কিছুই হয়নি যে রাতের কিছু ভঙ্গীতেই
কিশোর দিল কথা
কুমার দিল ইউডলিং
বিপ্লব আছে,আছে হে বিপ্লব
ঘোড়সওয়ার না জলসওয়ার
আছে আছে হে, বিপ্লব
আছে আছে, হে বিপ্লব
ওইতো সিগারেট ধরালো ফেরিঘাটে
৪.
নী থেকে রব থেকে তা
‘তার আর পর নেই’ একটা গান ছিল না? আর নদীর গানটা?
ফেরিঘাটে কেইবা নীরব
আকাশও চুলকে দিচ্ছে কথায় কথায়
‘যখন তখন’ যে বৃষ্টি
সেই তো তেরছা হল, নেমে এলো আউটরামে
আকাশ থেকে আঙুল
তা তা রবনা ঘরে থৈ থৈ এসব টাইপ ভেঙে
যেদিন আবার নীল আকাশকা বাচ্চা
আমি গাইবো
নদীর গানে, জলদোয়ানো সুরে হেমন্ত কাতার
তার আগেই শোয়ানো গেল দপ্তরের গোধূলিকে
নীরব, আমি একটা যা তা
তাহলে এ কথাই রইল যে কাল আবার ধর্ষণ হলে
আমি অ্যালার্ম দিয়ে ঘুমবো
Posted in: October 2020 - Cover Story, POETRY