শুভঙ্কর দাশ-র কবিতা
স্মৃতি
চিরুনিতে জড়ানো চুল খুব বিরক্তিকর
অন্তত আমার কাছে।
তা সে তোমার চুল হলেও।
ওই সব মরা চুলের স্মৃতি যাদের ভালো লাগে
তাদের ভালো লাগুক।
গত রাতের বিছানার চাদরে হামাগুড়ি দিয়ে
তোমার একটা চুল খোঁজার চেষ্টায়
সময় কাটাতে পারব না আমি।
আমায় মাফ করতে হবে।
আমার বরং ভালোবাসার গন্ধ ভালো লাগে
ভালো লাগে পারফিউমের গন্ধের আড়ালে হারিয়ে যাওয়া
শরীরের সেইসব গন্ধ যা আমাদের মনে করায়
আমরা তো এখনো বেঁচে আছি।
ওই সিগারেট, ওই আধ খাওয়া মদের বোতল
সেই কথা জানে।
জানে তোমার ঝুলে পড়া মাস্কারাও
আর চারপাশের ক্লান্ত দেওয়ালগুলো।
যাদের মনের কথা কেউ জানতে চায় নি কোনোদিন।
লম্বা ডিস্টেন্সের কলগুলো
সমুদ্র পেরিয়ে ফোন কলগুলো যখন এসে পৌঁছোয়
আমার ঘরে এই ডাউনটাউনে
তখন ঘড়িতে সাধারণত রাত দেড়টা দুটো।
-আমি মাল খাচ্ছি এখন, কী যেন বলবে বলছিলে।
বলো আমি কান খাড়া করে আছি।
কথাগুলো কি তোমার হৃদয় থেকে বলবে
নাকি লিভার থেকে?
ঘুমের মধ্যে এরকম প্রশ্নের জবাব আমি খুঁজে পাচ্ছিলাম না।
আমার পেটে না আছে মালের পালিশ
না আছে প্রস্তুতি।
এরকম পাগলির সাথে কতটা প্রেম সম্ভব?
আমাদের কমন ফ্রেন্ড আগেই সাবধান করেছে, বলেছে
-ও আসতে আসতে পাগলে যাচ্ছে আরো।
আরো মানে কী? ভাবছি আমি।
লিভার কী করে জানবে কথাগুলো যা বলতে চাই আমি।
শব্দরা কি পারবে ওই বিরাট সমুদ্র পেরোতে?
Related posts:
Posted in: October 2020 - Cover Story, POETRY