সোমনাথ ঘোষাল-এর কবিতা

১.

সিঁড়িতে শীত পড়ে আছে
আঙুলের শৈশব তুলে নিচ্ছে
সদ্যোজাত সাদাটে চারপায়ে
হামাগুড়ি রেলপথ

খেলনার কোনো চিঠি নেই
আছে নৈশভোজে তারাদের
জ্বলে ওঠা নিভে আসা মানুষ
জিভের উল্লাসে ঘুমভাঙানি
প্রেম, না ওরা কেবল ওড়ে না

পাহাড় যেখানে রাত টানে
আঙুলের ডগায় প্রশ্ন রাখে
চুপিসারে জানলা

তুমি নিভৃতে কীভাবে তুলছো
আলোছাল

২.

এই কাঠের গায়ে আলগোছে
চাঁদের আরাম লেগেছে
গাছের ঘর
যে ঘরে আলোরেখা দূরত্ব
পেরিয়ে যায় প্রাচীন মৃতদের
শোয়ার জায়গায়
ঘুমের মিউজিয়াম থেকে
হেঁটে আসে পাইন পাইন

ওরাও শরীর ছিল কবেকার
এখন পাহাড়ের ছাপাখানায়
চাঁদের আলো ছুঁড়ে মারছে

মুখগুঁজে থাকা একাকী
কুকুরের স্বপ্নে
যে অতীতে নদী হয়েছিল
আমাদের রান্নাঘরে

Facebook Comments

Leave a Reply