শতানীক রায়-এর কবিতা
প্রবাহ
৭
একটা সময় অনেক মাটি ছিল নিত্য কোলাহলে কাটত বনচারির মতো বেঁচে থাকতাম দূরে বসে কখনো উইঢিপি দেখতে দেখতে বেলা কাটত কাউকে কিছু বলার থাকত না পর্দা খুব পুরু থাকত বিস্তর অন্ধকার কথায় চাঁদ সূর্য উঠত সে-সব খালি মনে পড়ে— কী অদ্ভুত এক আলো কোনো আলোচনা হয় না শরীরটা রাখা ছিল স্মৃতিটুকু এটুকুই…
৮
কত দিন একভাবে পাথরেও প্রাণ খুঁজে যাওয়ার পবিত্র আস্বাদ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য চেষ্টা করছি সকালে অন্ধকার ছিল মনে হল মাথাহীন সেই প্রাণ খুঁজে বেড়ানোর মতো কেউ ভৈরবী শুরু করেছে শেষ করেনি পরপর পাথরগুলো দেখে এইসব মনে পড়ে…
Facebook Comments
Posted in: October 2020 - Cover Story, POETRY