শংকর লাহিড়ী-র কবিতা
এবার অন্যভাবে
বর্ণনা করো,আরো যত্ন নিয়ে
বর্ণনা করো;
ভালোভাবে বর্ণিত হোক
কারাগার বিশ্রামাগার পাঠাগারগুলি
ঘন্টাধ্বনি দমকলবাহিনীর।
সম্বোধনে কাউকে রেখো না,
শরীরকে ডাইনে বেঁকিয়ে
হাফ প্যাডেলের বশে…
সম্বোধনে রেখো না কাউকে।
দ্রুতবেগে ঝড়ের গতিতে
পার হয়ে যাও এই পথ-
শেষ হোক সকল বর্ণনা
বিশ্বলোকে;
এবার অন্যভাবে বিশ্বলোক।
ডানা
মনে রেখ স্তন থেকে শুরু করেছিলে,
উভলিঙ্গ, ট্রান্সভেস্টাইট
নারী ও পুরুষ যেই হও।
স্তন স্রোত স্বপ্ন ঘুম নক্ষত্র
শোক ও অভিমান…
অভিমান ঘুঙুর কাজল আহ্বানঠোঁট।
অথবা মঁসিয়ে,মহাশয়
মাদমোয়াজেল
সুকন্যা রুকসানা কারেনিনা-
তুফানি হার্পুণ,রাত, ইজাজত
রহস্য তরঙ্গ ভয়
যোনি নাভি কঙ্কাল নক্ষত্র ডানা।
যাও তুমি,ভস্মাবৃত ডানা
যথা ইচ্ছা যাও।
Facebook Comments
Posted in: October 2020 - Cover Story, POETRY