শঙ্খদীপ কর-এর কবিতা

১.

যে ঘুড়িটা উড়ছে
ওর শিরদাঁড়া নেই

অসম্পূর্ণ
অসংলগ্ন
অথচ টান
এবং গোপন

ঝিনুক ছেড়ে আসা
নিরাপদ নয়

কতটা সময়
কতকটা বন্য
স্পষ্ট নেই
ইঙ্গিত নেই

প্রাচীন লাটাই ছেড়ে
উড়ছে

উড়ছে অর্ধেক সিঁদুর

২.

বৃত্ত এবং সন্নিহিত সরোবর
যেমন দেখেছি

ঘনীভূত আলোর গান
গান
বৃষ্টি ও জলের দূরত্বে

রাস্তা থেকে হুইলচেয়ার
অন্যমনষ্ক এক ভুল
ঝুরো ঝুরো আফশোস

এতদুর আমাদের ঘরবাড়ি
ব্যথার
চাকার
দুর্ঘটনার

দিনে রাত বাড়ছে
বৃত্তের সংখ্যাও প্রতিদিন

আমাদের একটাই বাড়ি
অসংখ্য ছোট ছোট ঘর

Facebook Comments

Leave a Reply