শুভজিৎ গাঙ্গুলি-র কবিতা

১.




ভোরের আজান থেকে
একটা ঘুমকে ভেঙে তোলা

—এই একটিমাত্র বড় ঘটনা, সারাদিনের
রেওয়াজে, যা পায়ে পায়ে ঘোরে…

যেন আমার-ই আঙুলের ছায়া বড় হয়ে
একটা যাত্রাকে বড় ক’রে তুলছে

—তাকে মাটিতে চাপার এই কান্না
ক্লান্ত হতে হতে, গড়াতে গড়াতে…

একটা ঘুমের কাছে নিয়ে যায়

যে ঘুম আমার ছিল না
তাতে আমি ভাগ বসাচ্ছি
বসাচ্ছি কিছু স্বপ্নময় ঘুলঘুলি…




২.




নামমাত্র আলোর বুদবুদে—
ডার্কবেলুনগুলো ফেটে পড়লো
চোখের ভিতর

পেট ফেটে অন্ধের আকারে
জ্যামিতি পাল্টাচ্ছি শিশুতে

খাতা কলমে বেড়ে ওঠার আগে
জিভ লাগাচ্ছি তার ডাকনামে..

একটা ডাকের ইতিহাসে
বেড়ে উঠছে যা
আলো ধ’রে ধ’রে….

আর ফেটে পড়ছে
মায়ের
         পেটের
                     ডার্কবেলুন…

Facebook Comments

Leave a Reply