শিবসাগর দেবনাথ-র কবিতা

বিজয়া দশমী

১.

মুখ ফুটে কখনো বলিনি
ভাবি, তুমি দূরের নদীটি
তারপরে নৌকো
ধ্বনিময় স্রোত জুড়ে অসংখ্য সাঁতার

আমি, যেন সাঁকোর ফারাক

এই অবহেলা মেনে নেবে তুমি?

২.

তোমাকে সে’টুকুই ভাবি
যে’টুকু মেঘের ফাঁকে নীল

মনে হয় বিলিয়ে দিব
বহুদূর দস্যু টোলায়
তোমাকে, ঘিরে থাক ওরা
যে’ভাবে নাড়ুর বয়াম জুড়ে
ছৌ নাচে লাল-কালো পিঁপড়ের দল

আমাদের একান্ত নেই বলে
এ আমার উহ্য অভিমান ?

Facebook Comments

Leave a Reply