শানু চৌধুরী-র কবিতা

সমতাপ্রাপ্তি

১.

সেতার ভেঙে গুটিয়ে গেছো তুমি।
এমন এক স্থির বিকেলে আমার মনে পড়ে
ভোজসভার আংশিক কথোপকথন
যেখানে তুমি বলেছিলে তন্ত্র বিনা বুদ্ধের সাধনা হয় না
এরপর আমি পথে পথে খুঁজেছি প্রবর্তন সূত্রগুলি
এরপর দুঃখের কারণ খুঁজে বুক ভরে
নিতে চেয়েছি অপারগ নির্বাণ

অথচ দ্যাখো কত দ্বান্দ্বিক সংযোগ চারিদিকে
টিকিয়ে রেখেছে বজ্র ছেদিকার ব্যথাভরা বুক
তবুও এক বিনা ভিক্ষুর পোশাকে কেটে যাচ্ছে
চাওয়া পাওয়ার রূপ

২.

এত উদাস হও
যেন নিজেকে সফল মনে হয় তোমার
যেখানে শিরীষ ফুল ফুটে আছে
সেখানেই চামড়া ক্ষয়ে গেছিল আমার
কত তদ্বির করে বলেছি আমি তোমার সাহায্য চাই
সহজ বন্ধুর মতো খেজুর গাছের তলায়

এরপর শুধু চাঞ্চল্য!
সাপের খোলসের মতো ভাবাবেগহীন
যার প্রকৃত ঠাণ্ডায় আমি ভুলে গেছি
স্থানীয় মদ্যপানের খাঁচা

৩.

কত ভাঙা ভাঙা পেরেক বয়ে নিয়ে চলেছি আমরা।
আর শব্দের গোটানো ডানায় দেখছি কারও
ক্ষত -বিক্ষত পালক।

কিন্তু আজও কেউ পায়নি সেই নির্বিষ দাঁত।
যার সাথে একাত্ম হওয়া যায়

ঘন ঘন জন্ম বদলায়, পাশ ফিরে শুয়ে পড়ে
সমস্ত প্রহসন

নকল আসলে যন্ত্রের ভিতর কঠিন
তারগুলি নকল
যার বাজনায় প্রবঞ্চকের মতো
পড়ে আছে ভেজা পা’র
অবলুপ্ত হাঁটা

Facebook Comments

Leave a Reply