সাগরিকা রাজবংশীর কবিতা

স্বর : পুঁজিবাদের বিরুদ্ধে

(১)

ভেবেছিলে আর উঠে দাঁড়াবেনা
পদতলে পিষ্ট শ্রমজীবী মানুষ

যেদিন শিরদাঁড়া ভেঙেছিলে
টুকরো টুকরো হয়ে হাড়গুলো ভেঙে পড়েছিল
এক আকাশ

(২)

ভেবেছিলে ভেসে উঠবেনা
প্রমাণহীন হত্যা

দেখ মৃতশরীর চিৎকার করছে
বেড়ে উঠছে মহীরুহ

(৩)

তুমি শিকড় উপড়ে ফেলেছ
কিন্তু পাথরকুচি তো
পাতাতেই জন্মায় !

(৪)

পুঁজিবাদ
দেখ এখনও মৃত ঘোষিত হইনি
রক্তবীজ মাটিতে শেকড় বুনছে
শুধু সময়ের অপেক্ষা !

Facebook Comments

Leave a Reply