রিমি দে-র কবিতা

অন্য ভ্রমণ

এক

হাড় মাস ফেটে যে পাখিটি অসহায় কার্নিশের এক কোণে দাঁড়িয়ে কাঁদছে তাকে আমি চিনি
ওকে খুব ভোরে নদী মাখিয়ে একমুঠো আমার
গোপন অন্ধকার খেতে দেই, ও চঞ্চুভর্তি অশ্রু
দিয়ে যায় রোজ

এই বিনিময় খেলার কথা আমি কাউকেই বলি না

একে আমি বিনিয়োগও বলে থাকি!

দুই

এত ঢেউ আমি দু হাতে সামলাতে পারি না

মরীচিকা কবিতার মধ্যেও এত বাঘের হালুম
সাপের হিসহিস শিকারির অন্বেষণ
ভিখিরির ভান আমি নিতে পারি না!

মাঝে মাঝে মরে যাওয়া মাছের মতো ভেসে উঠলেও আসলে কোমাতেই আছি

এত স্রোতে কিছুদিনের মধ্যেই প্রাণহীন হয়ে পড়ব….

Facebook Comments

Leave a Reply