রঞ্জন মৈত্র-র কবিতা

লং শট

ছায়ারও ছায়া একটা
বসন্তকে ফ্লাইং কিস
সন্তকে ফাক ইউ ব’লে
দেখছে কোন এক স্টপেজে
যুক্তাক্ষরগুলি আলাদা হয়ে ভীড়ে মিশে গেল
শব্দ এবং পাতাটিও চলছে
আর আলাদা করা যাচ্ছে না
প্যাটার্ন পালটে যায় ভীড়ের
আর স্থির বানানটির পথ সূর্যমাফিক
ঘড়িমাফিক সন্ধে হাজির
ও’ ছায়া কোথায় গেলে
কিস ও ফাকের ফাঁকে যৎসামান্য নদীটি
কোথায় গেলে গো!

মন্তাজ

শূণ্য পাতায় এসে বসা অসুখকে কলম গেলাই
কপি পেস্ট করা হাহাকার
হাহাকার পেস্ট করা কপি
হাহাকার কপি করা পেস্ট
দাঁতে এসে লাগল
ফলে ভোর, হাসছে।
পাহাড়ে জংগলে দেউলে গথিকে উড়ে বসা দাঁত
মুখগুলিকে শূণ্য পাতায় বসাই
পুল পেরোবার রেলরোল
পাতা পেরোবার খস
সে কি থাবা নাকি সাপ নাকি মরহুম ট্রেকার
ওই তো মুখময় নিথর দাড়ি
সেভিং কিটের কোন দুঃখ নেই
ওই তো আফটার শেভ আশমান
বসে আছে পাতা আর কলমের জোড়ে
হাসছে আর ব্যাগ গোছাচ্ছে নতুন মৃত্যু দিয়ে

Facebook Comments

Leave a Reply