প্রসাদ সিং-এর কবিতা
বেদনা প্রসঙ্গে
প্রাক্তনী প্রেমিকা, নিন্দুকদের অসংখ্য ধন্যবাদ
মাটির সাথে নুড়ি, পাথর লাগে ভিত শক্ত হতে
নাহলে দাঁড়াচ্ছেনা তোমার কেল্লা শক্ত পায়ে
যদিও বেদনাকে ঘৃণা করে অনেক কবিতা হয়েছে
আজ বেদনাকে ভালোবাসি আনন্দের মতো
বেদনা আসলে গ্রহণযোগ্যতার নামান্তর মাত্র
আজকাল জিইয়ে রাখি বেদনার লাল ক্ষত
ঢাকি না টি-শার্ট বা কবিতা দিয়ে
অক্ষর ও রঙে আরও আরও রঙিন হয় বেদনা
আগুনমেয়ে
আগুনমেয়ে ও আমি পরস্পরকে ভালোবাসতাম
কেউ কাউকে কোনোদিন বলিনি
আমাদের ভালোবাসা ছিল আমার কবিতা পড়ায়
তার একমনে কবিতা শোনায়
আগুনমেয়ের চেয়ে ভালো লাভামেয়ে পাবো কি
কারণ এই আগুনের জন্য জল, ঘটিতে তৈরি
আমি জঙ্গল ছিলাম, আগুনমেয়ে ভালোবাসতো
তাই ঈশ্বরের ঘটির জলকে ভয় করিনা
লাভামেয়ে হয়তো জলের খেলা খেলবে
আমি পাখিদের গান শুনতে শুনতে দেখবো
Posted in: October 2020 - Cover Story, POETRY
Thank you 🤩