প্রবীর রায়-এর দুটি কবিতা
একনায়ক
‘আহাকার’ বানানটি লিখতে
যে সময়টা কেটে যাবে
তারই মধ্যে স্বপ্ন ভিজে কাদা বর্ণমালা
যা-ই লিখতে যাই তা-ই ‘হাহাকার’
আড়াল তো শুধু লিখন কৌশল নয়
তারও চেয়ে বেশী তার শাসন প্রক্রিয়া
মিনারের ওপর থেকে সবাইকে ভাই বলে ডেকে
বলে দ্যায় এইভাবে ইতিহাস লেখা হবে
ধর্মান্তর
হিন্দু ছেলেটির প্রেম মুসলিম মেয়েটির সাথে
এই সম্ভাব্য টানাপোড়েন থেকেই পতন সম্ভাবনা
আকাশ যেন ছিটকে যাবে অন্য কোনও পৃথিবীর ছাদে
আইনী প্রয়োগ বোঝাতে মসজিদে হাতুড়ি ঠুকছে বিচারক
অথচ চুপ করার আদেশ মন্দির থেকেই আসে
এই প্রকার বিবেচনা
মিলিয়ে দেবার মত সুরম্য হল কিনা
শীতল মুর্খতার তা বোঝার কথা নয়
Facebook Comments
Posted in: October 2020 - Cover Story, POETRY