প্রবাল কুমার বসু-র কবিতা
মিল
তোমার আমার মধ্যে এটুকুই মিল
দুজনেরই রক্ত লাল, শিরাগুলো নীল
তোমার আমার মধ্যে দূরত্ব কখনো
বাড়ায় নি ব্যবধান, তবু এত সংশয় কেন?
চেয়েছি দুজনিই খুঁজতে নদীর লুকনো স্রোতে বয়ে
কিছু মিল ভ্রান্ত ছিল, অমিলই রয়েছে কিছু গিয়ে
ভুলে গেছি অপরাধ, কথা দিয়ে রাখিনি কী কথা
তোমার আমার মধ্যে কেউইতো ভাঙিনি নীরবতা
যেটুকু বলেছি, তাও দূর থেকে, বলেছি ইশারায়
মিল শুধু এটুকুই, দেখা হলে বিদ্যুৎ চমকায়
একদিন তোমাকে আমি
একদিন বৃষ্টি হয়ে ঝরে পড়ব তোমার চোখের উপরে
ভিজিয়ে দেব, নির্জনে গড়িয়ে যাব অচেনা শরীর বেয়ে বেয়ে
একদিন তোমাকে চাইব
ভাঙবার আগে ঢেউ যেইভাবে বালুতট চায়
একদিন স্পর্শ করব, প্রতিটি রোমকূপে ফুটে উঠবে ফুল
বিদ্ধ করব, মৌমাছি শুষে নেয় যেইভাবে ফুলের কোমল
একদিন তোমাকে আমি সরাসরি প্রশ্ন করব চোখে চোখ রেখে
তোমার ঠোঁটের পাশে ঠোঁট রেখে খুব কাছে আসব একদিন
দেখব ঘামের গন্ধ কতটা বা হতে পারে তেমন অমোঘ
একদিন তোমাকে আমি টেনে নেব, এইভাবে কাছে, খুব কাছে
অন্ধের আকাঙ্ক্ষার মত আঙুল খুঁজবে মোহনা
নিয়ম বিহীন হব, প্রগলভ হবার অজুহাতে
ছোবল দেবার মত জিভ দিয়ে ছোঁব নৃমন্ডল
একদিন তোমাকে আমি আবিষ্কার করব অন্যভাবে
হয়ত তুমিও করবে না বুঝেই,
না ফোটা ফুলের কুঁড়ি দিনের প্রথম আলো চেনে যেইভাবে
Posted in: October 2020 - Cover Story, POETRY