নীলাব্জ চক্রবর্তী-র কবিতা
অপেক্ষা ও লবণ
অপেক্ষা যে নামের শরীর
ছেড়ে
ছেড়ে
এইসব আয়ন
একটা হ্রদ
বানানো সিমেট্রির ভেতর একদিন
শিরিন শিরিন বলে
নেমে যাওয়া
দূর
দেখে
ক্যামেরা ঘুরছে তো ঘুরছেই
স্থির একটা বোতামে
ঠোঁটে
ছায়াদের খিদে হয়
অমন পালক হয় তার ক্রিয়া
ধোঁয়ার ভেতর
যতোখানি অপেক্ষা ও লবণ…
রঙ
সহজ নামের
যে মগজ থেকে কোনও কোনও স্বাদ
এক দুই
নীল কোনও দূর
একটা পক্ষ ও অন্তর অন্তরতর
কমলা অভ্যাস মানে
আঁকাবাঁকা স্নায়ুদের ক্ষেত
চলে যাওয়া দৃশ্যের ভেতর দৃশ্য
মাংসের ভেতর মাংস
একটি রাজনৈতিক সম্ভাবনা হয়ে
আলোছায়া অবধি
জলের মতো পড়তে থাকা
ভাষারা
শহর হয়ে
পৌনে এক রঙ অবধি
তাকে বলো ডে ফর নাইট…
Facebook Comments
Posted in: October 2020 - Cover Story, POETRY