মহাদেব নাথ-র কবিতা
হারিয়ে যাওয়া হাতলের সময়
১.
প্রতিবার ফিরে গেছে আঘাত
নিজেকে নষ্ট ভেবে
যে মেয়েটা বদলে নিয়েছে নেলপালিশ
আপেলও তাকে ক্ষত করতে পারেনি
২.
শুধু চলে যাওয়াটা
তুলে রেখেছে রুমাল
কান্না বানাবো বলে
মুছে দিয়েছি ধুতরা ফুল
Facebook Comments
Posted in: October 2020 - Cover Story, POETRY