মনোজ দে-র কবিতা

সংসার



এমন সজ্জায় হতবাক হয়ে পড়ি
যেন কেবল তোমারই দায়

প্রথা অমান্যের কথা ছিল
                                আমাদের
অথচ জানাও, আজ উপবাস
মুখে তুলবে না কিচ্ছুটি

প্রথাগত, তোমাকে ভীষণ ভয় করে
এই নাও সমূহ আপেল, রাত্রি
কামড়ে আমিষ করে তোলো



প্রণয়



চুড়ি ভেঙে গিয়ে
                নির্জন উঠোন
চেয়েছিলে সুতো, সামান্য বাঁধন

অজস্র এসরাজ চারিদিকে
এত ধুন, ভিড় থেকে রাত্রি তুলে আনি

তোমার নামের পাশে
প্রিয় রাগ আলোকিত হতে দেখি

Facebook Comments

Leave a Reply