কিশোর ঘোষ-র কবিতা

সন্ধে-তারার-রোয়াক



মাটি ফাটিয়ে বাড়ি ফিরছে পিঁপড়ের দল
আকাশে টাঙানো মশারি, বিছানা ঝাড়া
দরজায় স্নেহ হাঁট করে
দাঁড়িয়ে মা…

কিংবা,সেই কবে
বাজার থেকে ফিরল, ওরা সব সকালের দল
তারপর মাছ কাটতে বসা, কাক ওড়া, বেড়ালে ওত পাতা
আঁশটে-গন্ধ কলপাড়
যে মানুষ আজ হাসপাতাল-পৃথিবী
                        তারাই তো সন্ধে-তারার-রোয়াক

কয়েক বৃষ্টি অতীতে গেলে—-
            আকাশ এক মুড়ির বাটি, তাতে আলুর চপের মতো চাঁদ
           জ্যোৎস্নার তেল লেগে ঝলমলে জঙ্গলের মুখ-হাত-পা !




নিসর্গ



হারানো রাস্তাকে হারালো লোকটা
দেখল, পকেটে নোনতা হাসির ঢেউ
এভাবে কত চাঁদ পর সাগর দেখা—

ঝাউবন অপূর্ব, অন্যের বউ!

Facebook Comments

Leave a Reply