খগেন্দ্রনাথ অধিকারী-র কবিতা

জীবনের আকাশ বড়ো

জীবনের আকাশ বড়ো,
সেখানে হয়তো কোথাও
একফালি ঘনমেঘ
পারে থেকে যেতে।
পাশেই তারারা ছড়ায়
ভূবনে সোনার আলো,
চন্দ্রিমা জ্যোছনা ঢালে,
দৃষ্টি রাখো সেদিকে।
রঙীন স্বপ্নপূরণ
জোটেনা কপালে সবার,
বসন্ত রোদনভরা
কলি ঝরে অকালে;
কৃষ্ণচূড়ায় চোখ রেখে
মিছিলে নিদাঘে হাঁটো,
এ বিশ্বের যত ঋণ
শোধ দিতে হবে।
হৃদয় গভীরে জানি
বুনেছিলে বহু জাল,
গোলাপ মল্লিকা দেবে
মানসীর বেণীতে;
বিবর্ণ সেসব আজ,
দীর্ঘশ্বাসে হবে কি বলো?
শরতের “দেবদাস” নয়,
নাজিমের জেলখানার চিঠি,
চে’র ডাইরীর পাতায়,
বুলাও তো আঁখি দুটি,
দেখো ঠিক সেখানেতে
রয়েছে এলিভা মারস্,
ভেরা-তুলিয়া-কোভা,
একটি না একটি কিছু
_পথ খুঁজে পাবে।

Facebook Comments

Leave a Reply