জ‍্যোতির্ময় মুখোপাধ্যায়-এর কবিতা

দেশ

নৌকা ডুবছে
যাত্রীরা বসে আছে ধ‍্যাননিশ্চুপ বিদ্রোহে

ইতিহাস

কিছু ভাঙচুর জরুরি হয়ে উঠছে
কিছু বৃত্ত ভাঙা, ক্ষমতার
কেন্দ্রে আছে যারা, তাদের
সরিয়ে দিতে হবে ক্ষমতা দিয়েই
তাই, কিছু ভাঙচুর জরুরি হয়ে উঠেছে
কিছু আগুন ও চাকা

Facebook Comments

Leave a Reply