ইন্দ্র নারায়ণ চক্রবর্তী-র কবিতা

স্লিপওয়াক-১

ঘুমের মধ্যে
মুখের খুব কাছে মুখ এনেছে স্ট্রিটল্যাম্প
স্পষ্টতই সকাল হচ্ছে আরো।

একটা পাঁচ বছরের বাচ্ছা মারা যাচ্ছে
বাবা মা’র থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে যে এই দৃশ্য দেখছে,
সে এসে মৃত বাচ্চাটার জায়গা নিল।

বিকেলের আগে যেমন আলো থাকে,
বাথরুম থেকে ঠিক সেরকম আলোই দেখা যায়।
তবু যেন আমি জানতাম বিকেলের মৃত্যু হয়না।

মৃত্যুর চেয়ে অনেকটা সহজ একটা কাগজের বল নিয়ে খেলা করছিল মেয়েটি।
অনেকে এসেছে আজ দেখা করতে। অস্পষ্ট মুখ তাদের।

জানালার পারে যারা বসে থাকে রাতে,
তারা হাতে হাতে ধরে আছে
জলের ট্যাংকের ওপর খেলা করা মেয়েটিকে।

মেয়েটি এক মনে দোল খাচ্ছে খেলার মাঠের দিকে পিঠ করে।

আমি বাল্যবন্ধুদের মুখে চেয়ে থাকি। আজকের খেলা শেষ। ওরা কৌতুহলী পা ছড়িয়ে অদ্ভুত স্বরে গল্প করছে আমায় নিয়ে।

একটা প্রাচীন শিউলি গাছ।
আমি চাইছি যেন সূর্য ডোবে আজকের মত।
বিকেল তো শেষ।
ভোর হয়ে এল বলে।

স্লিপওয়াক-২

বেড়ালের মত,
সরীসৃপের মত
কিংবা একান্ত মৃত্যুর মত,

শর চিনে ফিরে এসেছে
প্রতিটি স্বেদবিন্দু,
ম্লানকণা

হরিণের ছালের নিচে
তৈরি হচ্ছে নিত্য ক্রিয়াপদ
নিকটবর্তী অসমাপিকা
প্রস্তুত হচ্ছে যেন
ভেসে গেলে উন্নততর জীবনের শরিক হবে।

Facebook Comments

Leave a Reply