চিত্তরঞ্জন হীরা-র কবিতা
অপেরার চাঁদ
৩.
ডাঙার দুফেরে স্বর্ণলতার বেড়ি
বেড়ে উঠছে আলপথের শিরশির নিয়ে।
একটা নতুন আহ্লাদের জন্যে
ফেলে রাখছি সাঁতার আর
ভেসে ওঠা অভ্যাসগুলো।
আহ্লাদের আট হাতে গুণে
সেই আটখানাই
ঝিরি দিচ্ছে
মনতোয়ায় শবনম পেড়ে
নদীর কাছে খুলে রাখছে
সব বিরুদ্ধতা।
এবার চলেছে পায়ে পায়ে শুভরাত্রি…
৪.
লাগাম আটা সূর্যকে পরিয়ে দিচ্ছি
নতুন কেনা রোদের টিশার্ট
হাতে লেগে একটা নিঃশ্বাসের কাঁটা
খুলে পড়ে।
সূর্যের তা বাজতেই
ঘণ্টা পেরোলো অন্ধগলি।
জিনিয়ার মখমলি জিন
এঁটে উঠছে না অমলতাসের সঙ্গে
অমল ও তাস ভিন্ন হচ্ছে এইমাত্র।
এতটা পথ তোড়ায় বাঁধা
তবু অনেকেই
পেরোতে পারে না সহজে।
Facebook Comments
Posted in: October 2020 - Cover Story, POETRY