ভাস্বতী গোস্বামী-র কবিতা
রুণ আলোর পাখিরা…
—— প্রথমে আসে কাক
—— তারপর কয়েকটা শালিক এসে কাককে তাড়িয়ে দ্যায়
—— এরপর একঝাঁক চড়ুই, শালিকদের উড়িয়ে দ্যায়
এই ডানাদার শূন্যে একটা ছাদ নিজেই নিজের ব্যালান্স করে গ্র্যাভিটি। মাটি থেকে কিছুটা ওপরে দাঁড়িয়ে স্কিপিং টপকায় খুশিমতো। পাখিরাও আসে ছাদ নিয়ে যাবে ব’লে। তাদের ঠোঁটের গন্ধে ছাদ উড়ল কিছুদূর। ভরপুর আকাশের আগেই সে অবতরণ ভাবতে থাকে। ওদিকে সূর্য তখন ডোবা লিখছে তার ক্রিমসন খাতায়। ধরে ধরে আহত ছাদকে ডানায় ঢেকে নামিয়ে দ্যায় পাখিরা। উড়ে যেতে যেতে বলে, আবার আসবো কিন্তু। ছাদ নেমে যায় তার নম্বরের দরজায়…
অমলধবল ডালপালা…
খুকুমণি ওঠো রে…
মোমবাতির আলোয় আলোয় রাত হেঁটে যাচ্ছে
পদ্ম থেকে খুলে পড়ে হাত পা
চাঁদের গায়ে ছিটকে যাওয়া তরল
কোজাগর জাগে
কে?
ভূতুড়ে সাইট
এখন মেরুদণ্ড ভেঙে ভেঙে গোছাচ্ছে শ্রমিক
তার শব্দটা কলমে ফিট হচ্ছে না
সঙ্গ পরশহারা…
গোল হয়ে বসে আছি সবাই
টুকরো টুকরো মাংসে ঝোল লাগছে
লাল লাল ঝোল রক্তের স্বাদ
টুকরো টুকরো হয়ে বসে আছে সময়
নৈশভোজের রাতে
পালকি চলে রে–এ—এ পালকি চলে…
ফরেনসিক এসে গেছে
শরীরের চিহ্ন নেই কোথাও
ভূতুড়ে বুদবুদগুলো জাগছে, ঘুমোচ্ছে, জমছে
তন্দ্রামতোন
মেঘ শুকিয়ে যাচ্ছে ধোঁওয়ায়
পরিষ্কার ন্যাপথালিন মোড়া ফরেনসিক
পালকির দাগে এসে দাঁড়ালো
জানে না কি মরণ নাচে…
দাঁতের বয়স নেই, ঘুম নেই
মাটিতে মিশছে না কিছুতেই
জোরালো অন্ধকারের মুখে ক’টা দাঁত ফুটতে দেখা গেল
টর্চগুলো বে-শরম আলো খোঁজে
জোনাকিরাই এ যাবৎ অন্ধকার ছিল…
Posted in: October 2020 - Cover Story, POETRY