অরিত্র সান্যাল-র কবিতা
একটি স্বপ্ন
একটি পূর্ণাঙ্গ সাঁতার ঘাটে খণ্ড খণ্ড বিক্রি হয়ে যাচ্ছে ১ –
স্বপ্নের ভিতরটুকু বেড়াল গাত্রমার্জনায় চেটে সাফ করে দিল অতঃপর –
দূরে অনেক নৌকা
ক্রমে
এই গভীর রাত্রির ২ শেষ হয়।
এখন দিবালোক তৈয়ার হবে ডিমের কুসুম দিয়ে
মাটি থেকে আকাশ অব্দি জাগরণে লম্বা একটি সরলরেখা
ডেকে ওঠে
পাখি
‘একটি স্বপ্ন’ শীর্ষক কবিতার টীকা:
১।
একবার অর্থ আছে একবার নেই
এই দুইয়ের মাঝে একটি দ্রুততম সঞ্চালন আমার স্থাবর কাঁপুনি
পৃথিবীতে যা কিছু জীবন্ত তা ঘড়ির কাঁটার মতো জীবন্ত মনে হয়
২।
গভীর রাত্রে রেডিও বন্ধ হয়ে হয়ে সাদা পাতা
অসুখ পিঞ্জরতম ছাদের নিচে
ওপরে বিপুল শব্দটি উপুড় হয়ে থাকে
হাওয়া দিল আমাদের ভিতর সকল হারিয়ে যাওয়া
আকাশ একটি বিমানকে বড় করছে
Posted in: October 2020 - Cover Story, POETRY