অরবিন্দ রায়-এর লেখা

১.

তারা দেখতে গিয়ে জোনাকি আসায়
মাঝপথে ফিরে আসি
ঘরে মা প্রদীপ জ্বালিয়েছে
তাই এ যাত্রায় তেল ঢেলে ঘর আলো করি
শিখা হারানো সুতোর কলঙ্ক
কালো কমে যাওয়া অভাব
যেন বাবা দেখলে আয়ু বাড়ে
সিঁথি ভেবে কপাল পুড়েছে

২.

মৃত্যুর কাছে একটা পিঁপড়ে সাঁতার কাটছে
ঢেউপাখিদের অহংকার উড়ে যাওয়া
এখানে মাছ নেই
বঁড়শি ভয়হীন দোসর
গাছ পোঁতা হয়নি তালপাতার নৌকো বন্দরে
ছায়া জলে নোঙর গেলো না
ওপারে আত্মাস্বরূপ প্রবাসী
পা দূরত্ব থেকে ব্যাস
ছাদ থেকে দেখি একটা সিঁড়ি কেবল নড়ছে

Facebook Comments

Leave a Reply