অর্ঘ্য বন্দোপাধ্যায়-এর কবিতা
শেষ বসন্তের কবিতা
কোথাও বেড়াতেই গেছি
তবু যন্ত্রটি, সঙ্গে নেয়নি কেউ
জলের ওপর দিয়ে হাওয়া দেয়
তোলা থাকে মেঘের মাস্তুল
পাইন গাছের বাষ্পেরা পেরোয় শহর
আঁটো পোশাক পড়ে মেয়েরা হাঁটে
রাস্তাও হাঁটে অনেকক্ষণ
বিকেলের ঘাড়ে লাগে সূর্যাস্তের পাফ
বোনা হয় কয়েকটি মুদির দোকান
করবি গাছের পাতা ও
বাচ্চাদের ফিরে আসবার শব্দ
কাছে দূরে বসে শনিবার শেষ হয়
পাখিরাও থাকেনা এখানে
তবু সিন্থেসাইজার পাশে নিয়ে রাখা
একটি গানভর্তি খাতা
হঠাৎই স্নানভর্তি একটি বাথরুমে
আলো জ্বলে ওঠে
ড্যাপারি
দেখার ইঙ্গিত উড়ছে বাড়িময়
মৌতাতের আগে পড়ছে কমার পদচ্ছাপ
জল গরম হয়
জল গরম হতে থাকে
যতক্ষণ ফুটবল পায়ে দাঁড়িয়ে
বিকেলের দৃশ্যমানতা
কাঁচটিপের বদলে
ভিজে উঠছে আকাশ
সমুদ্রে হাওয়ার গুদামঘর
সীমান্ত থমকে আছে শহরেই
বনভোজনের ডাক
Related posts:
Posted in: October 2020 - Cover Story, POETRY