অনিন্দ্য রায়-র কবিতা

যদি



১.

ঊনশূন্যের মতো তার ঢেউ, তটরেখা সতত অসীম

আমিও শ্রেণির পন্থী, যা গুনেছি সব চলে যায় দশমিকের পেছনে
                শল্যবিদের কন্যা যেভাবে ছুরির নীচে নিজে শুয়ে পড়ে




২.

রান্নাঘরের ছড়া কেউ সুর করে বলছে, আরেকটু উন্মাদ হল উনোন ও আঁচ

আরেকটু মাতৃভাষা টগবগ করে ফুটছে, অল্প বয়সের সর পুরু হচ্ছে লোভের বাটিতে

ধরা যাক, বুক-পেট নেই, শরীরে কেবলমাত্র জিভ
                তা দিয়ে চাটছে অবিরত আমাদের পাপপুণ্যবোধ

রান্নাঘরের ছড়া কেউ সুর করে বলছে, ঘুম পাড়াতে পারেনি তাকে খিদের ঠাকুর

Facebook Comments

1 thought on “অনিন্দ্য রায়-র কবিতা Leave a comment

  1. দুটো কবিতাই শাণিত ছুরি, প্রস্তর কেটে রোদজলে বানানো, সোজা এসে বুকে বিঁধে যায়।

    এই কবিতার শরীরে সামান্যতম মেদ নেই। প্রতিটি পংক্তিতে ঐশ্বর্য।

Leave a Reply