আনিস আহমেদ-এর কবিতা

১.

দূরত্বকে যখন আকাশ ভাবা হচ্ছে

তখন
দোমড়ানো পালক থেকে
কেবল, ওড়ার কল্পনা-ই আসছে

জলের গঠন ভেঙে
জল, গড়িয়ে যাচ্ছে পিপাসার দিক —-

যখন পালোয়ান হয়ে উঠছে খিদে
আর
দূরে, একটা গ্লাস খালি হয়ে পড়ছে…

২.

কাছের ডাক থেকে এই দূরে ফিরে আসার
গোটা পায়ের শ্রম
একটা মনে-ই শেষ হয়ে গেল

বাকি পড়ে রইল যা, দেখার সর্বস্ব হয়ে
গুণাতীত ভ্রমগুলো
থমকে দিয়েছি
চোখ বন্ধ করে থাকার এই একটা উপায়—

বিকেলগুলো বড় করে দেখাতে গিয়ে
নিজেকে, পিছলে পড়েছি দুপুরে
এখন তো গাছকে ছায়া ব’লে ভুল করা-ই যায়
শান্ত্বনাস্বরূপ— এতদূর থেকে হেঁটে আসার

দূরে ও নিকটে রোদ যখন কঠিন হয়ে পড়ে….

Facebook Comments

Leave a Reply