অমিতাভ মৈত্র-র কবিতা

দেকার্ত বলেছেন




নিকৃষ্ট একজন স্থপতিও ছাড়িয়ে যায়
                         শ্রেষ্ট কোনো মৌমাছিকে
যখন প্রথমে সে বাড়িটা সম্পূর্ণ করে নেয় তার চিন্তায়
তারপর মাটির ওপর নির্মাণ করে তাকে




ভাবনা ও সংবেদন




ক্লান্ত অনাকর্ষক গলা জড়িয়ে কোনো উট
দীর্ঘক্ষণ ধরে জল খেয়ে যায় মরুভূমির দিকে তাকিয়ে
আর বিশ্বাস করে এভাবেই সে বাঁচিয়ে রাখছে মরুভূমিকে
একদিন যে হয়ত কৃতজ্ঞতা প্রকাশ করবে তার কাছে

মরুভূমিই শুধু জানে সে বেঁচে থাকে
                              তার অন্তর্গত শক্তির জন্য
আর তার আত্মার সৌন্দর্য কোনো উট আবিষ্কার করতে পারে না।




অভিজ্ঞতাবাদ




কোনো কিছুই আর অস্বাভাবিক মনে হয় না
যখন দুটো উট ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে পরস্পরের শরীরে
আর অনেক দূরে একা কোনো ক্ষত দ্রুত শুকিয়ে যায়
একজন জিভকাটা সেলাই মেশিন এজেন্টকে
ভিড়ের মধ্যে দাঁড়িয়ে
আঙুল তুলে রাস্তা চেনাতে দেখে   

Facebook Comments

Leave a Reply