পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা
রন্ধ্র
লোহার কাছে এসে দেখেছি
ততটা মজবুত নই
অথচ আমরও জং ধরে
আকর্ষণ বাড়ে প্রিয়
সন্ধি
ক্ষমা করে দিয়েছো কি গান!
কিন্তু ভ্রমণের বাজনায় ঘোড়ারা নেচে ওঠে
জাতক সন্ন্যাস নিলেও
ইতিহাস সুরঙ্গ বোজেনা মসৃণ
পাণ্ডুলিপি
হাড়ের দাগ গুনতে গুনতে
একটা সকাল ফুরিয়ে যায়
রাত্রি আসে । ফিরে যায়। আলো আসে।
বিপরীত নিয়ে খেলা করে পাখির শিস
Facebook Comments
Posted in: POETRY, September 2020