সম্পাদকীয়
কখনও এমন হয়েছে, সকালে উঠে ব্রাশ করতে গিয়ে দেখলেন ব্রাশটা ভিজে? যেন কেউ আপনি ওঠার আগেই আপনার ব্রাশটাকে ব্যবহার করেছে? সাতসকালে ভিজে ব্রাশ হাতে হয়তবা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি ভাবছেন, কে?
কত কিছুই অদ্ভুত ঘটে চারপাশে। যে দাঙ্গাবাজ শয়ে শয়ে মানুষ খুন করেছে দাঙ্গার আগুনে, হয়ত শেষ বয়েসে কোনো কঠিন রোগে শয্যাশায়ী তার মনে পড়ল যাদের সে মেরেছিল তাদের মধ্যেও একজনের ঠিক এই রোগই ছিল! যে মানুষ অন্যের ভিটে মাটি দখল করেছে হয়ত কোনোদিন সেই মাটিরই কোনো গাছে বাঁধা সুতোর দিকে তাকিয়ে অনুশোচনা হয় তার — কান্না পায়। ধর্মের নামে জাতের নামে বিদ্বেষ ছড়ানো কোনো মানুষ হয়ত কোনো বিধর্মী বাচ্চাকে কোলে নিয়ে কখনও ভাবে, আসলে তো এসবই ফক্কি, করতে হয় তাই করা…
অদ্ভুতেরা ঘটতে থাকে সারাক্ষণ। নীলকমলের আগে লালকমল জাগে… আর রাক্ষস খেতে থাকে প্রাণ, মাটি, নদ-নদী, পাহাড়-পর্বত — তামাম মুহূর্তের সৃষ্টি হয়, ধ্বংস হয়…
আচ্ছা, রাক্ষস কি সত্যিই দাঁত মাজে না?
এই বিষয় নিয়েই অপরজনের সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদকাহিনি। সঙ্গে রইল নিয়মিত বিভাগগুলি।

Posted in: EDITORIAL, September 2020