সোমনাথ ঘোষাল-র কবিতা

উজবুক -১

কোনো কিছুই আজকাল স্বপ্নের
দৃশ্য হয়ে সেই চারমাথার মোড়ের
একটা উজবুক মানুষের গল্প হয় না
যে প্রতিদিন একটা মানুষ আঁকার
চেষ্টা করে, আলোর নিচে অপেক্ষা করতে থাকে
ঘুমের মধ্যে অক্ষর ছড়িয়ে
জানলার ছায়া তুলতে তুলতে
শহরের প্রতিটা উজবুক ডেকে আনে
কিছু শব্দ কিছু স্বপ্ন
কিছুটা ঘুমন্ত রিভলভারের জন্ম হয়
বুলেটের বদলে কাঁচা আলো ও মদ
অকৃত্রিম চাঁদের বিপরীতে হাঁ করে বসে থাকা
চলমান স্বপ্নের উজবুক

উজবুক -২

মস্তিষ্কের পোষা বারান্দাগুলো দিয়ে
হাঁটতে গেলে মনে হয়
এই বুঝি একটা ফাঁকা ল্যান্ডস্কেপের ওপর
পড়ে গিয়ে, সোজা তোমার মাথার ভেতের
বাথরুমে ঢুকে যাব
কিছুটা স্পষ্ট মনে হলেও, এখন মনে হয়

একটা সাদা ধপধপে পোকার কথা
যে কোনো এক সময় ঘরের দরজার কোণে
ওপরদিকে তাকিয়ে আঙুল দিয়ে
উড়ন্ত পিঁপড়েদের বিছানা বানাত

উজবুক- ৩

পা ঘষতে ঘষতে এসে
অল্প আলোর মোবাইলস্ক্রিনে মুখ রাখলে
দেখা যায় একটা জলজ্যান্ত পাখি
শহরের হাতপা বাঁধা কোনো এক
বিচিত্র মুখের বিবরণ দিতে দিতে
হেগে ফেলছে
ওর পালকে অনেক গল্প আর ঘটনার ধারাবাহিক

মোবাইলের বাইরে একটা খুব শান্ত নর্দমা
তাতে কিছু মশাদের লাগানোর দৃশ্য
ডেটা খেতে থাকে
অনর্গল
অবিকল
নরম মাছেরা…

উজবুক – ৪

ছটা তারের শরীরে মেঘ পড়লে
কতটা গানের পোশাকি খোলস ছেড়ে
শহরের রাত নামার অপেক্ষা করবে

হেডফোনে বৃষ্টির শব্দ শুনে
তোমার হয়তো মনে হবে
আমার গানের সেক্স পেয়েছে
অথবা, তোমাকে গীটারের অজুহাতে
কিছু বিষণ্ণ স্বপ্নের মানুষেরা
এই শহরের আধা অন্ধকারে
আজও ডি মাইনরে আঙুল চালাচ্ছে

উজবুক -৫

একটা শর্টকাট গলির জানলার
শেষ অংশে তোমার কিছুটা অস্থিরতা
শ্যাওলার সঙ্গে মিশে গিয়ে আবার একটা
অবিকল আমার শর্টকাট তৈরি করছে

এইখানে কোনো জানলার প্রয়োজন নেই
শুধু আলো আর একটা ধূসর স্ক্রিন চাই
যে প্রতি মুহূর্তে আমাদের এডিট করতে করতে
শর্টকাট…

শর্টকাট
ধূসর-আলো হয়ে
একটাই ডিপটোন যেন তোমার
অস্থিরতায় জিভ বোলাচ্ছে

Facebook Comments

Posted in: August 2020, POETRY

Tagged as: , ,

Leave a Reply