সোমদত্তা ঘোষাল-র কবিতা

অবিকল সেই ছবি, শুধু

তোমার ঘরের দেওয়ালে দেখেছিলাম ছবিখানা–
মেয়েটার চোখ নেই
সদ্যস্নাত চুল থেকে জল চুঁইয়ে পড়ছে মেঝেতে
দু’তিন ফোঁটা জল চিক্ চিক্ করছে আধখোলা ঠোঁটে,
গায়ে লেপ্টে আছে দেড় হাত আঁচলে ছাপা এক ফুটের শারদ- প্রতিমাপ্রতিমা
পেছনে সারি সারি পাথরের ঘর-বাড়ি
একটা গাছ কোথ্থাও নেই।

অবিকল সেই ছবি এখন আমার আয়নায়
শুধু পেছনে সারি সারি গাছ
বছরের পর বছর ধরে হাত ধরাধরি করে অপেক্ষা করছে
বারো হাত স্বাধীনতা পাবার জন্য।।

একটি জিজ্ঞাসা

লিখতে লিখতে আটকে গিয়ে
ঠায় বসে আছি চিলেকোঠায়
চোখের সামনে জ্বলছে নিভছে
তোমার রূপকথা-মুখ
বড়বেলা থেকে ছোটবেলা হয়ে
আবার ফিরে আসছি বড়বেলায়–

একে বুঝি বিচ্ছেদ বলে ?

Facebook Comments

Leave a Reply