মায়া অ্যাঞ্জেলুর কবিতা : জুয়েল মাজহার

তেরো-র চক্কর (কালো)

তোমার মা দ্যায় বাজখাঁই চিৎকার,
তোমার বোনেরা দাঁড়িয়েছে রাস্তায়,
তোমার বাবাটি যুদ্ধের ময়দানে,
তোমার ভায়েরা মজেছে পানশালায়
তেরো-বয়সীরা, মোক্ষম চক্করে।

তুতোভাইটি তো হেরোইনে দ্যায় দম,
তোমার কাকাটি ভাংয়ে ও চরসে মজে,
ইয়ার-দোস্ত সবই গেছে গোল্লায়,
উল্টোপাল্টা বুম্ বুম্ গুলি ছোড়ে,
তেরো-বয়সীরা, মোক্ষম চক্করে।

এবং তোমাকে দেখলে দু:খ লাগে,
তুমি তো নিজেই দাঁড়িয়েছো এইখানে,
তোমাকে খিস্তি দেবার ইচ্ছে জাগে,
কিন্তু দেবার মতোন খিস্তি নেই,
শুধু বলা ছাড়া:
তেরো-বয়সীরা, মোক্ষম চক্করে।

তেরো-র চক্কর (শাদা)

তোমার মামণি শো’ফারকে খেল চুমু
রাঁধুনির সাথে নেচেছে তোমার বাপ,
বোনটি তোমার অশ্লীলতায় মেতে,
পুস্তকটির ভেতরে মধ্যখানে,
তেরো-বয়সীরা, মোক্ষম চক্করে।

মেয়েটি তোমার আঁটো জাঙ্গিয়া পরে,
পুত্র তোমার বুক ঢাকে কাঁচুলিতে,
তুতোবোনটিকে ভুলিয়ে তোমার ভাই
গাড়ির পেছন-আসনে পড়েছে শুয়ে।
তেরো-বয়সীরা, মোক্ষম চক্করে।

তোমার বিত্ত ভাবে তুমি কেউকেটা
যদি জানতাম অভিসম্পাৎ দিতে,
বলেই দিতাম তোমার আসল নাম,
তেরো-বয়সী ছেলেমেয়েদের চেয়ে
দুনিয়ায় আর এমন বালাই নেই।

[The Thirteens (black) & The Thirteens (white) by Maya Angelou]

Facebook Comments

Leave a Reply