অনিন্দিতা গুপ্ত রায়-র কবিতা
যুদ্ধকাণ্ড
শেষপর্যন্ত হাওয়া ছাড়া কিছু নেই। নিশ্বাসই বলো বা প্রাণ, সে ও ওই হাওয়ার মতই নিরালম্ব। অথচ দ্যাখো রঙ ঘষে ঘষে তাকেও অবয়বের ভিতর কেমন মেশাতে চেয়েছি। চামড়া ফাটিয়ে সে বের করে নিয়ে গেছে সবরকমের সমর্পণ। বিসর্জনের আগে জলের ভিতর গোল গোল ঘুরতে থাকা প্রতিমার দিকে ছুঁড়ে দিয়েছে খই বাতাসা। প্রতিটি আগমনীর ভাঁজে এই বিসর্জন রচিত হচ্ছে কতকাল। একগলা আগুনের ভিতর দিয়ে হেঁটে আসবার কথা লেখা হয় না কোথাও।
শুধু পোড়া চুল চামড়া ও মুখের রেখার ভাবলেশহীনতার কথা রটে যায় হাওয়ায় হাওয়ায়।
Facebook Comments
Posted in: August 2020 - Cover Story, POETRY